ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে চিকিৎসক ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ০৪:১২, ৩০ এপ্রিল ২০১৬

মাদারীপুরে চিকিৎসক ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৯ এপ্রিল ॥ সদর হাসপাতালে এক চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগে ডাকা ধর্মঘট সাত দিন পর শুক্রবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের হস্তক্ষেপে প্রত্যাহার করে নিয়েছে চিকিৎসকরা। জানা গেছে, সদর হাসপাতালের চিকিৎসক খন্দকার মাইনুল হাসানকে লাঞ্ছিতের অভিযোগ এনে ২২ এপ্রিল সকাল থেকে চিকিৎসকরা ধর্মঘট শুরু করে। এই ঘটনায় টানা সাত দিন ধর্মঘটের পর শুক্রবার সকালে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি, চিকিৎসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বৈঠক করেন। এ সময় দোষীদের আইনের আওতায় এনে বিচারের আশ^াস দিলে চিকিৎসকরা ধর্মঘট প্রত্যাহার করে নেয়। এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ছাড়াও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ দিলীপ কুমার দাস, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহজাহান খান ও এবিএম বজলুর রহমান খান রুমি। অবশেষে সেই শিক্ষক বরখাস্ত নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৯ এপ্রিল ॥ অবশেষে বরখাস্ত হলো ছাত্রী নির্যাতনকারী শিক্ষক বাসুদেব সাহা। বৃহস্পতিবার তাকে বরখাস্তসহ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। অভিযোগে জানা গেছে, ১ এপ্রিল রাজৈর উপজেলার টেকেরহাট শহীদ সরদার শাজাহান গার্লস স্কুল এ্যান্ড কলেজের খ-কালীন শিক্ষক বাসুদেব সাহা দশম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী সানজিদা ইসলামকে পিটিয়ে হাতের আঙ্গুল ভেঙ্গে দেয়। ক্লাসের পড়া না হওয়া ও নির্দিষ্ট ইংরেজী গ্রামার বই না আনার অভিযোগ এনে স্টিলের স্কেল দিয়ে পিটিয়ে তার হাতের আঙ্গুল ভেঙ্গে দিয়েছে খ-কালীন শিক্ষক বাসুদেব সাহা। সানজিদা বাড়িতে গিয়ে না জানালেও কয়েকদিন পর তার আঙ্গুল ফুলে ওঠে। অভিভাবকরা বিষয়টি টের পেয়ে সানজিদাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এক্স-রে করে জানতে পারে তার আঙ্গুল ভেঙ্গে গেছে। পরে ২৬ এপ্রিল সানজিদার বাবা হায়দার ফকির অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। বগুড়ায় জমি নিয়ে বিরোধে এক ব্যক্তি খুন স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শাজাহানপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে মাহবুবুর রহমান খোকা (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। সৎ ভাইদের সঙ্গে বিরোধে ধারালো অস্ত্রের আঘাতে তিনি খুন হন। পুলিশ জানায়, উপজেলার দইকান্দি গ্রামের মাহবুবুর রহমানের পিতা মৃত মিয়াজান আকন্দ তিন বিয়ে করেছিলেন। পৈত্রিক জমি নিয়ে তার ছেলেদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। একটি পুকুরের দখল নিয়ে মাহাবুব ও তার সৎ ভাইদের মধে কিছুদিন ধরে বিরোধ চরম আকার ধারণ করে। এর জের হিসেবে বৃহস্পতিবার মারপিট হয়। এ নিয়ে রাতে দু’পক্ষের মধ্যে মারপিট ও হাতাহাতির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাহাবুবকে আঘাত করা হয়। লালমনিরহাট হাসপাতাল চলছে এক ডাক্তার দিয়ে নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৯ এপ্রিল ॥ সদর হাসপাতালে পাঁচ মাস ধরে গজ, ব্যান্ডেজ সরবরাহ নেই। এক মেডিক্যাল অফিসার দিয়ে হাসপাতালটি ধুকে ধুকে চলছে। মঞ্জুরিকৃত চিকিৎসকের পদ ৩৯টি। আবাসিক অফিসার, আউটডোর, ইনডোর, জরুরী বিভাগ, মেডিক্যাল অফিসার ও তত্ত্বাবধায়ক মিলে কর্মরত রয়েছে মাত্র ছয় ডাক্তার। হাসপাতাল স্টোরের সাড়ে ৩৭ লাখ টাকার ওষুধের কোন তথ্য নেই। স্টোর কিপারকে অপকর্ম ধামাচাপা দিতে অন্যত্র বদলি করে দিয়েছে। আধুনিক হাসপাতালটি একজন মেডিক্যাল অফিসার দিয়ে চলছে। তিনি আবাসিক কর্মকর্তা হিসেবে চলতি দায়িত্ব পালন করছেন। জরুরী বিভাগে ২৪ ঘণ্টায় তিন চিকিৎসক পালাক্রমে ডিউটি পালন করে থাকে। জরুরী বিভাগে ৩টি চিকিৎসকের পদ রয়েছে। কিন্তু সেখানে রয়েছে মাত্র একজন। তিনি অসুস্থ হলে বা ছুটি নিলে স্বাস্থ্য সহকারী দিয়ে চালিয়ে নিতে হয়। বিশেষ করে শুক্রবার দুপুরে স্বাস্থ্য সহকারী দিয়ে জরুরী বিভাগ চলে। চিকিৎসক না থাকায় জটিল রোগী এলে পাঠিয়ে দেয়া হয় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। মুক্তিযোদ্ধা সন্তানদের ভারত সরকারের বৃত্তি প্রদান স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভারত সরকারের পক্ষে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা শুক্রবার দুপুরে বরিশাল বিভাগের মুক্তিযোদ্ধা সন্তান ও তাদের উত্তরাধিকারীদের মাঝে বৃত্তি প্রদান করেছেন। সার্কিট হাউস মিলনায়তনে ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বরিশাল বিভাগের ৪৬ শিক্ষার্থীর প্রত্যেককে ২৪ হাজার টাকা করে প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব বাণিজ্য বিজয় সিলভারেজ। রৌমারীতে ২৪ গরু আটক স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রৌমারী উপজেলার সীমান্ত এলাকা থেকে ২৪টি ভারতীয় বাছুর গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শক্রবার রাতে বিজিবির ৩৫-সি কোম্পানি কমান্ডার সুবেদার শাহজাহানের নেতৃতে টহলরত একটি দল আন্তর্জাতিক মেইন পিলার নং ১০৭৫ নিমাইমারী সীমান্তবর্তী এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা গরু ফেলে পালিয়ে যায়। ২৪টি গরু আটক করলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি। ইকু জুট মিলে অগ্নিকা- স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল ঢেলাপীরে ইকু জুট মিলে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা তিনটার দিকে জুট মিলের অভ্যন্তরে থাকা ইকু মশার কয়েল ফ্যাক্টরির হিটার রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে। নীলফামারী ও সৈয়দপুরের ৪টি ফায়ার সার্ভিসের ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অস্ত্র ও মাদক উদ্ধার নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৯ এপ্রিল ॥ সদর ও আড়াইহাজার উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে একটি রিভলবার, ২ রাউন্ড গুলি, ৫টি ছুরি, ৫০০ ইয়াবা ও ২৪০ ক্যান বিয়ারসহসহ তিনজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার মধ্যরাতে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো- হাসান (৩২), রাজীব হোসেন রানা (২৮) ও আব্দুল হাকিম (৫০)। সিলেটে ১২ ঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট শহরতলির মেজরটিলা এলাকায় একটি কলোনিতে অগ্নিকা-ে ১২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে বাসিন্দারা দাবি করেছেন। জানা যায়, মাহবুবুর রহমান সিদ্দিকীর মালিকানাধীন কলোনিতে ৩০টি বাসা রয়েছে। ফজরের নামাজের পর কলোনির বিদ্যুত চলে যাওয়ার সময় একটি কক্ষে আগুন লাগলে নিমিষেই তা অন্যান্য ঘরেও ছড়িয়ে যায়। এতে কলোনির ১২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বিশ্বনাথে বিষপানে গৃহবধূ খাদিজা বেগম সুজিনা হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় উপজেলা সদরের বাসিয়া ব্রিজের ওপর এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জুনেদ আহমদ, আশরাফ উদ্দিন, ইকবাল হোসেন, ওমর আলী, মুরসালিন, রায়হান, শওকত হোসেন, নিজাম উদ্দিন, আনোয়ার আলী রাজা আনোয়ার হোসেন, সাইদুল, ওলি, সাইদুল মিয়া, মজিদ, সবুজ, আলা উদ্দিন, কামরুল ইসলাম, ফখরুল আহমদ, ফারুক মিয়া, দুলাল, ইসলাম, আবদুল আলীম, মোনায়েম, রুবেল, শামিম, রাজু, আল-হাফিজ, নজির আহমদ, আলমগীর, করম আলী, আশিক ও জুবেল। কিশোর-কিশোরী সম্মেলন নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৯ এপ্রিল ॥ ক্লাবে সংগঠিত সমাজে ইতিবাচক পরিবর্তনে কিশোর-কিশোরী ক্ষমাতায়ন শীর্ষক কর্মসূচীর আওতায় কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচী পালন করা হয়েছে। জেলার ৩২ ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাব রয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ উপলক্ষে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর ঘুরে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। মেডিক্যালছাত্র আটক নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৯ এপ্রিল ॥ ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় নাটোরে খন্দকার মহিন নামের মেডিক্যাল কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে সদর উপজেলার শেখেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মহিন একই এলাকার গোলাম মোস্তফার ছেলে। সে কুষ্টিয়া মেডিক্যাল কলেজের সার্জারি ও মেডিসিন বিভাগের ছাত্র। শিক্ষার্থীদের সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৯ এপ্রিল ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বলাইখা এলাকার ছাবেকুন্নাহার বিদ্যানিকেতনে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ হামিদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক, কলামিস্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম। এতে উপস্থিত ছিলেন, স্কুল প্রতিষ্ঠাতা ও সিনিয়র সাংবাদিক আলম হোসেন, সাংবাদিক সাত্তার আলী সোহেল, জিএম সহিদ, নাজমুল হুদা, জাহাঙ্গীর আলম হানিফ, আরিফ হাসান আরব প্রমুখ। বাল্যবিয়ে থেকে রক্ষা নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৯ এপ্রিল ॥ সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার ৭ম শ্রেণীর ছাত্রী ফারজানা ইয়াসমিন রাহী ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট ও সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শিলু রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফারজানা ইয়াসমিন রাহীর বাল্যবিয়ে বন্ধ করে দেয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত কনের পিতা ইউছুফ মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করে। শিবিরের ৯ নেতাকর্মী আটক স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রামপালে নাশকতার অভিযোগে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টিসহ একাধিক অভিযোগ রয়েছে। রামপাল থানার ওসি জানান, শুক্রবার সকাল ৯টার দিকে শ্রীফলতলা গ্রামের আঃ হাইয়ের ছেলে জেলা জামায়াত নেতা ও রামপাল উপজেলা শিবিরের সাবেক সভাপতি শেখ আসাদুজ্জামান (৩২) তার বাড়িতে নাশকতার উদ্দেশ্যে শিবিরের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করছিলেন। আটককৃত অন্যরা হলেনÑ উপজেলার পিত্তে গ্রামের মুস্তাফিজুর রহমান, গিলাতলা গ্রামের হাসান শেখ, মানিকনগর গ্রামের নাঈমুর রহমান, কুমলাই গ্রামের মেহেদী হাসান, গাববুনিয়া গ্রামের আয়ুব আলী, কুমলাই গ্রামের ছাব্বির রহমান, কুমলাই গ্রামের শেখ মাছুম হোসেন ও বারইপাড়া গ্রামের শেখ জোবায়ের। সার ও বীজ বিতরণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৯ এপ্রিল ॥ শুক্রবার বিকেলে সাপাহারে মৌসুমী প্রণোদনার লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও সেচ সহায়তা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও সেচ সহায়তা বিতরণ করেন সাধন চন্দ্র মজুমদার এমপি। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা এতে সভাপতিত্ব করেন। বিনামূল্যে চক্ষু চিকিৎসা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মহিলা কলেজ ক্যাম্পাসে শুক্রবার আনোয়ারা-খালেক স্বাস্থ্য শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেয়া হয়েছে। লায়ন চক্ষু হাসপাতালের সহযোগিতায় সকালে এ সেবার উদ্বোধন করেন দেশরতœ শেখ হাসিনা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আনোয়ার হোসেন বাবুল মোল্লা। উপস্থিত ছিলেন, মহিলা কলেজ অধ্যক্ষ সৈয়দ ওমর ফারুক, দেলোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান, ডাঃ ইসমাইল হোসেন প্রমুখ।
×