ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাগেশ্বরীতে ঘূর্ণিঝড়ে সহস্রাধিক ঘর লণ্ডভণ্ড

প্রকাশিত: ০৪:১০, ৩০ এপ্রিল ২০১৬

নাগেশ্বরীতে ঘূর্ণিঝড়ে  সহস্রাধিক ঘর  লণ্ডভণ্ড

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ বৃহস্পতিবার রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ছয়টি ইউনিয়নের অর্ধশত গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঘূর্ণিঝড়ে সহস্রাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছে অর্ধশত মানুষ। শতাধিক হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। শত শত গাছ ভেঙ্গে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের ভেলকারচর, পাতালীপাড়া, কাপালীপাড়া চরে তিন শতাধিক ঘরবাড়ি একেবারে ভেঙ্গে গেছে। ভেলকার চরের আকবর আলী বলেন, আমার চারটা ঘর, চারটাই ভেঙ্গে পড়েছে। হাশেম আলী জানান, তার তিনটি ঘরের মধ্যে একটি ঘরের চাল, বেড়া কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো রাত থেকে খোলা আকাশের নিচে বসবাস করছে। কালীগঞ্জ ইউপি চেয়ারম্যান নুর ইসলাম জানান, মানুষ ছোট ছোট শিশুদের নিয়ে কী অবস্থায় আছে। খাবার নাই, থাকার জায়গা নাই। আমরা তালিকা করছি। বেরুবাড়ি ইউনিয়নের গুচ্ছগ্রামসহ তিন শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নারায়ণপুর ইউনিয়নের শতাধিক বাড়িঘর ল-ভ- হয়েছে। ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চারটি গ্রামে অর্ধশত ঘরবাড়ী ল-ভ- হয়েছে। বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সহস্রাধিক গাছ ভেঙ্গে পড়েছে।
×