ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় চালক বিএনপি নেতাসহ নিহত ৫

প্রকাশিত: ০৪:০৯, ৩০ এপ্রিল ২০১৬

সড়ক দুর্ঘটনায় চালক বিএনপি নেতাসহ নিহত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। এছাড়া বরিশালে বাস-ট্রাক সংঘর্ষে ২৮ আর্মড পুলিশ সদস্য আহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। নীলফামারী ॥ দুই ট্রাকের সংঘর্ষে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ নামক স্থানে চালক নওশাদ আলী (২৭) নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয় চারজন। শুক্রবার ভোরে ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক নওশাদ আলী সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর শান্তিপুর গ্রামের আনছার আলীর ছেলে বলে জানা গেছে। বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার সকালে নীলফামারীর সৈয়দপুর-রংপুর সড়কের হাজীর বটতলার অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কুজিপুকুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় গরু ব্যবসায়ী। এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুস সালাম বাড়ি থেকে বাইসাইকেলযোগে চিকলী বাজারের দিকে যাচ্ছিলেন। মহাসড়কে উঠার সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এশিয়ান হাইওয়েতে দ্রুতগামী প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আলী হোসেন (৩৩) নামে এক জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পলখান এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহত আলী হোসেন গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার রাতুরা এলাকার আবুল সিদ্দিকী ভুইয়ার ছেলে। আহত বিল্লাল হোসেন ও নবী হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সীতাকু- (চট্টগ্রাম) ॥ সীতাকু-ে কাভার্ডভ্যান, ট্রাক, প্রাইভেটকার এবং অটোরিক্সার ধাক্কায় মোঃ সালাউদ্দিন সোহেল (৩৭) নামে প্রাইভেটকার আরোহী এক বিএনপি নেতা নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকার চালকসহ আরও ৭ জন। দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন প্রাইভেটকার চালক মোঃ আলাউদ্দিন (২২), যাত্রী কামরুন্নেছা (৫০), বারৈয়াঢালা ইউপি মেম্বার মোঃ ফারুক চৌধুরী (৩৭), তাসফি (১৫), জাহাঙ্গীর আলম (৩৫), ইসমাইল হোসেন (৩৫), মোঃ ইউছুপ (৩৪)। শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসপাতাল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত সালাউদ্দিন উপজেলার পেশকার পাড়া এলাকার অবসরপ্রাপ্ত ডিবি নিজাম উদ্দিনের পুত্র। জানা যায়, সীতাকু-ের ছোট দারোগারহাট থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী প্রাইভেটকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসপাতাল গেট এলাকা অতিক্রমকালে একইমুখী একটি কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দেয়। এ সময় পিছনে থাকা চট্টগ্রামমুখী অপর একটি দ্রুতগ্রামী ট্রাক প্রাইভেটকারের পিছনে ধাক্কা দেয়। এরপর কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত অটোরিক্সা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। পরপর পাঁচটি গাড়ির ধাক্কায় প্রাইভেটকারটি ধুমড়েমুচড়ে যায়। এতে গাড়িতে থাকা বিএনপি ইউপি চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন সোহেলসহ আরও ৮ জন গুরুতর আহত হয়। মির্জাপুর ॥ মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ফজলুর রহমান (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত এবং অপর একজন আহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফজলুর রহমানের বাড়ি এ উপজেলার বানাইল ইউনিয়নের ভররা গ্রামে। তিনি বানাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, মহাসড়কের ওই স্থানে একটি ট্রাক পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হলে ফজলুর রহমান ও চালক চাঁন মিয়া (৩২) আহত হন। তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে বিএনপি নেতা ফজলুর রহমান সেখানে মারা যান। বরিশাল ॥ প্রধানমন্ত্রীর কর্মসূচীতে দায়িত্ব পালনের জন্য যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের ছয়মাইল নামকস্থানে শুক্রবার সকালে আর্মড পুলিশ ব্যাটালিয়নবাহী বাসের সঙ্গে ইটবাহী ট্রাকের সংঘর্ষে পুলিশের ২৮ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
×