ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডোমারে সমর্থককে পিটিয়েছে প্রতিপক্ষ

প্রকাশিত: ০৪:০৯, ৩০ এপ্রিল ২০১৬

 ডোমারে সমর্থককে পিটিয়েছে প্রতিপক্ষ

স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, চতুর্থ দফায় আগামী ৭ মে ইউপি নির্বাচনে ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের পিটিয়ে আহত করেছে অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক। শুক্রবার ভোরে ফজরের নামজের সময় ঘটনাটি ঘটে পূর্ব হরিণচড়া গ্রামে। আহত ব্যক্তি সাইদুল ইসলাম আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইসলামের সমর্থক। তাকে ডোমার উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেত্রকোনায় সংঘর্ষ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা থেকে জানান, নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি বাজারে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ চারজন আহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেল পোড়ানো হয়। জানা গেছে, বৃহস্পতিবার রাত ন’টার দিকে চিরাম ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলাম ও তার সমর্থকরা বাহাদুরপুর গ্রামে জনসংযোগ শেষে নৈহাটি বাজারের দিকে যাচ্ছিলেন। তারা চিরাম মোড়ে পৌঁছলে আওয়ামী লীগ প্রার্থী সাইদুর রহমান চৌধুরীর সমর্থকদের সঙ্গে মুখোমুখি হয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলাম, তার সমর্থক নূর গনি, শহীদ ও জালাল আহত হয়। এ ছাড়া প্রতিপক্ষ তাদের তিনটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধার অভিযোগ নিজস্ব সংবাদদাতা, কালকিনি মাদারীপুর থেকে জানান, ইউপি নির্বাচনে মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এম এ কুদ্দুস বেপারির প্রচারে বাধার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার তার সমর্থকরা ওই এলাকায় বিভিন্ন স্থানে মাইকিং ও নির্বাচনী আনারস প্রতীকের পোস্টার লাগাতে গেলে এ সময় বাধা সৃষ্টি করেন আওয়ামী লীগের প্রার্থী মোঃ সিরাজুল হক মৃধার সমর্থকরা। এ বাধা সৃষ্টির কারণে দুই পক্ষের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসসহ কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। রাতে নৌকা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্ত কালকিনি উপজেলার কাজীবাকাই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ কাশেম হাওলাদারের নির্বাচনী প্রতীক নৌকা রাতের আঁধারে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। এ ব্যাপারে ডাসার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বহিষ্কার চতুর্থ ধাপের আসন্ন ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবদুল মান্নানকে তার পদ থেকে বহিষ্কার ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মোঃ বেল্লাল হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার ঘোষণা নিশ্চিত করেন।
×