ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০৪:০৮, ৩০ এপ্রিল ২০১৬

যশোরে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ পরিষ্কার-পরিচ্ছন্ন ও ঢেলে সাজানোর অংশ হিসেবে রাস্তার দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে পৌর প্রশাসন। শুক্রবার শহরের রেল রোডের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ রাস্তার পাশের অর্ধশত দোকান উচ্ছেদ করা হয়। তবে বিকল্প জায়গা দাবি করেছেন উচ্ছেদ দোকানিরা। নিম্নআয়ের এসব দোকানির বিকল্প জায়গা দেয়া না হলে কিছুদিন পর তারা আবার জায়গায় চলে আসবে বলে স্থানীয়দের বক্তব্য। শহরের ব্যস্ত এলাকায় রাস্তার দু’পাশের অস্থায়ী দোকানগুলো একদিকে যানজন সৃষ্টি এবং শহরকে অগোছালো এবং অপরিচ্ছন্ন করে আসছিল। এ ঘটনায় মোবাইল কোর্টকে সাথে নিয়ে আগে বহুবার জমি উদ্ধার, শহরের পরিবেশ সুরক্ষা ও যানজট রোধে উচ্ছেদ অভিযান পারিচালনা করা হয়। দেখা গেছে, কয়েক দিনের মাথায় দোকান ফিরে এসেছে। আবার ভোল পাল্টে তিন চাকার ভ্যানে ভ্রাম্যমাণ স্টাইলে দোকান চালিয়ে আসছিল। বিকল্প জায়গা না দেয়ায় এটা হয়েছেÑ এমন বক্তব্য বেশ আগের।
×