ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনুকূল চন্দ্র ঠাকুরের আবির্ভাব উপলক্ষে উৎসব

প্রকাশিত: ০৪:০৮, ৩০ এপ্রিল ২০১৬

অনুকূল চন্দ্র ঠাকুরের  আবির্ভাব উপলক্ষে উৎসব

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৯ এপ্রিল ॥ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটোরে অনুকূল চন্দ্র ঠাকুরের ১২৯তম আবির্ভাব উপলক্ষে মহোৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার শহরের লালবাজারে জয়কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী ধর্মসভা, ভক্তিগীতি, লীলা কীর্তন, প্রসাদ বিতরণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে নগর পরিক্রমার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। ধর্মীয় আলোচনা করেনÑ পাবনার হেমায়েতপুর ধামের সাধারণ সম্পাদক অধ্যাপক যুগোল কিশোর ঘোষ, সিলেট ঋত্বিকের রামকৃষ্ণ ভট্টাচার্য, পাবনা সৎসঙ্গ আশ্রমের শ্রী জহরলাল প্রসাদ গুপ্ত, রাজবাড়ীর শ্রী রঞ্জন সাহা, নওগাঁর আত্রাই সুধরানা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী মনোরঞ্জন বর্মণ প্রমুখ। পরে জয়পুরহাটের পাঁচবিবি সৎসঙ্গ শিল্পীবৃন্দ ভক্তিগীতি এবং সিলেট ঋত্বিক ঘোষা কীর্তনম-লী লীলা কীর্তন পরিবেশন করে ভক্তম-লীকে মুগ্ধ করেন।
×