ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হামলা-মামলায় নাকাল মুক্তিযোদ্ধা দেশান্তরী হবেন?

প্রকাশিত: ০৪:০৭, ৩০ এপ্রিল ২০১৬

হামলা-মামলায় নাকাল মুক্তিযোদ্ধা দেশান্তরী হবেন?

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারীতে একের পর এক হামলা, হুমকি, আজগুবি মামলায় মুক্তিযোদ্ধা হিন্দুু এক পরিবার দিশেহারা হয়ে পড়েছে। পরিবারটিকে দেশছাড়া করার ষড়যন্ত্রে রয়েছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। ওই মহলটি দীর্ঘদিন ধরে নিরীহ পরিবারটির ভিটেমাটি দখলের চেষ্টা চালিয়ে আসছে। একের পর এক হামলা-মামলা ও হয়রানিতে ওই পরিবারের সকল সদস্য এখন ভীতসন্ত্রস্ত। অশীতিপর শয্যাশায়ী মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য প্রতুল কুমার বড়াল জানান, কুরমনি মৌজায় তার ওয়ারেশ ও ক্রয়সূত্রে ৩ একর ১৬ শতক জমি রয়েছে। প্রায় ৫০ বছর ধরে ভোগদখলীয় ওই জমির রেকর্ডও তাদের নামে রয়েছে। কিন্তু গত ৫ বছর ধরে একই উপজেলার খলিশাখালী গ্রামের হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি রুহিদাস বিশ্বাস ও তার ছেলেরা একের পর এক হামলা ও মিথ্যা মামলায় ফাঁসানোসহ নানা প্রকার হয়রানি করে আসছে। যার শিকার হচ্ছে তার একমাত্র ছেলে লিটন বড়াল। পুলিশের সঙ্গে যোগসাজশে তারা লিটনকে খুলনার রূপসা থানার সিআর ৪৫/১৬ মামলায় আসামি করে। যে মামলার বাদীর কোন হদিস এখন পর্যন্ত পাওয়া যায়নি। এছাড়া আরও বেশ কয়েকটি সাজানো মামলায় ফাঁসিয়েছে ওই চক্রটি। ৩/৪ দিন আগে তারা আবার লিটনের অগোচরে তার মোটরসাইকেলে ইয়াবা রেখে ফাঁসানোর চেষ্টা করে। প্রতুল কুমার বড়াল আরও জানান, আদালতের নির্দেশ অমান্য করে পুলিশের কতিপয় ব্যক্তির সহায়তায় তার জায়গা-জমি দখল করতে অত্যাচার করা হচ্ছে। এসব অপকর্মের নেপথ্যে স্থানীয় প্রভাবশালী মহল রুহিদাসকে ইন্ধন যোগাচ্ছে। তবে হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগ অস্বীকার করে রুহিদাস বিশ্বাস জানান, জায়গা জমি নিয়ে তাদের প্রতুল বড়ালের সঙ্গে বিরোধ রয়েছে।
×