ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে পূর্বাচল রিডিম সিটির বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ০৪:০৭, ৩০ এপ্রিল ২০১৬

রূপগঞ্জে পূর্বাচল রিডিম সিটির বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ, ২৯ এপ্রিল ॥ আবাদি জমি দখলের পাঁয়তারা, বালু ভরাট ও ড্রেজার পাইপ স্থাপন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় নিরীহ কৃষকরা পূর্বাচল রিডিম সিটি নামে একটি আবাসন প্রকল্পের নিয়োজিত ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার মঠেরঘাট এলাকার রূপগঞ্জ প্রেসক্লাবের সামনে রোহিলা, আগলা, বাগলা, দুয়ারাসহ আশপাশের গ্রামের কৃষকরা এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তর রূপগঞ্জ সেচ প্রকল্প ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ আবুল বরকত মাস্টার, কৃষক আব্দুর রশিদ, মুনসুর আলী, চাঁন মিয়া, আনোয়ার হোসেন, শামসুল হক, আব্দুল বাছেদ, জহিরুল হক, রেজাউল রহমান, নাসের মিয়া, দেলোয়ার হোসেন, হযরত আলী, আতাবর মিয়া, রুহুল আমিন, নজরুল ইসলাম, বিউটি বেগম, চায়না বেগম, রোলসানা আক্তার, সেফালী আক্তার, সুফিয়া বেগম প্রমুখ। মানববন্ধনে কৃষকরা অভিযোগ করেন, উপজেলার দাউদপুর ইউনিয়নের রুহিলা এলাকায় প্রায় দের হাজার বিঘা জমির উপর আবাদি কৃষি প্রকল্প রয়েছে। ওই প্রকল্পে রুহিলা, আগলা, বাটপাড়া, বাগলা, দুয়ারাসহ বেশ কয়েকটি গ্রামের কৃষকদের জমি রয়েছে। এসব গ্রামের মানুষের একমাত্র পেশা কৃষি। কয়েক মাস পূর্বে ‘পূর্বাচল রিডিম সিটি’ নামে আবাসন প্রকল্পের মালিক সাহিদ হোসেন শৈকতের নির্দেশক্রমে স্থানীয় ভূমিদস্যু জামান, আব্দুস সাত্তার, সোহেল, মাহাবুবসহ আরও বেশ কয়েকজন রুহিলা এলাকার কৃষকদের আবাদী এ প্রকল্পে কয়েক দফায় খ- খ- করে কয়েক স্থানে প্রায় ৯০ শতাংশ জমি ক্রয় করেন। এরপর তারা এসব জমিতে রিডিম পূর্বাচল সিটি নামে একটি আবাসন প্রকল্পের সাইনবোর্ড স্থাপন করেন। তাদের ক্রয়কৃত জমির পাশাপাশি জোরপূর্বক স্থানীয় কৃষকদের জমিতেও সাইনবোর্ড স্থাপন শুরু করেছে। ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় বেশ কয়েকজন কৃষকের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দায়ের করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, কৃষকদের আবাদী জমি প্রকল্পের বিষয়ে আমাকে অবহিত করা হয়েছে। কৃষকদের কোন প্রকার যদি হয়রানির চেষ্টা করা হয় বা অবৈধভাবে কোন আবাসন প্রকল্পের নিয়োজিত ভূমিদস্যুদের বিরুদ্ধে যদি আবাদী জমি জবরদখলের অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদের কোন প্রকার ছাড় দেয়া হবে না। এক কথায় সবুজকে ধ্বংস করা যাবে না। কালবৈশাখীতে শিশু নিহত ॥ দুই শতাধিক ঘর বিধ্বস্ত নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ২৯ এপ্রিল ॥ বিশ্বম্ভরপুরে কালবৈশাখী ঝড়ে ঘরচাপা পড়ে এক শিশুর মৃত্যু ও পাঁচজন আহত হয়েছে। এছাড়া দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। খোলা আকাশের নিচে অনেক পরিবার বসবাস করছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ, আলীপুর, জগন্নাথপুর, চালবন, আক্তাপাড়া, ভাদেরটেক, মথুরকান্দি মাছিমপুর, ধনপুর, সলুকাবাদসহ ১০টি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এ সময় ঘরচাপা পড়ে জগন্নাথপুর গ্রামের ফজর আলীর মেয়ে তানজিনা বেগম (১১) মারা যায় এবং ২০ জন আহত হয়।
×