ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং

প্রকাশিত: ০৪:০৬, ৩০ এপ্রিল ২০১৬

গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ তাপমাত্রা যত বৃদ্ধি পাচ্ছে বিদ্যুতের লোডশেডিংও তত বাড়ছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে দক্ষিণাঞ্চলের মানুষ। কোথাও স্বস্তি মিলছে না। একই সঙ্গে বেড়েছে নানান রোগব্যাধি। বিদ্যুত বিভাগ সূত্রে জানা গেছে, বরিশাল ও ভোলার তিনটি বিদ্যুত কেন্দ্রে গ্যাস এবং জ্বালানি সঙ্কটের কারণে উৎপাদন তিন ভাগের এক ভাগে নেমে এসেছে, যার কারণে লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। নগরীর নবগ্রাম রোড এলাকার বাসিন্দা তানভির আহম্মেদ অভি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত তাদের এলাকায় ১৫ বার লোডশেডিং হয়েছে। একই অবস্থা বিরাজ করছে নগরীসহ বিভাগের সর্বত্র। ফলে প্রচ- দাবদাহে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। রূপাতলী এলাকার বাসিন্দা ময়না বেগম জানান, প্রচ- গরমের সঙ্গে লোডশেডিংয়ের কারণে তাদের পরিবারের শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়েছেন। কাশিপুর, নতুনবাজার, বৌদ্ধপাড়া, সাগরদী এলাকার বাসিন্দাদের অভিযোগÑ প্রচ- দাবদাহের সাথে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এখন জীবনযাপন অতিষ্ঠ হয়ে উঠেছে। লোডশেডিংয়ের কারণে পানি তুলতে না পেরে তারা এখন দুঃসহ দিনাতিপাত করছেন। জেলার প্রতিটি উপজেলার গ্রামাঞ্চলের অবস্থা আরও নাজুক। একবার বিদ্যুত গেলে কখন আসবে, তা সঠিক করে বলতে পারছেন না খোদ বিদ্যুত বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাই। মাগুরায় জনজীবন অতিষ্ঠ নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, প্রচ- গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রোগব্যাধি দেখা দিচ্ছে। ঝরে পড়ছে লিচু। দুপুরের পর শহর ফাঁকা হয়ে পড়ছে। শিশুরা ডায়রিয়াসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। চিকিৎসকদের কাছে শিশুদের নিয়ে যেতে দেখা যাচ্ছে অবিভাবকদের। পৌরসভার পক্ষ থেকে শহরের সড়কে পানি ঢালা হচ্ছে। খরার কারণে ফসল শুকিয়ে যাচ্ছে। এর মধ্যে বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতি জটিল করেছে।
×