ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্বেচ্ছাচারিতায় ৪০ বিঘা জমির বোরো বিনষ্ট ॥ কৃষক দিশেহারা

প্রকাশিত: ০৪:০৫, ৩০ এপ্রিল ২০১৬

স্বেচ্ছাচারিতায় ৪০ বিঘা  জমির বোরো বিনষ্ট ॥ কৃষক দিশেহারা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৯ এপ্রিল ॥ পতœীতলায় এক গভীর নলকূপ অপারেটরের স্বেচ্ছাচারিতা ও অবহেলার কারণে ৭ কৃষকের প্রায় ৪০ বিঘা জমির ধান বিনষ্ট হয়েছে। ওই জমিতে প্রতিবিঘায় ২ মণ করে ধান উৎপাদন হবে না বলে ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন। জানা গেছে, শুধু সেচ অভাবে পতœীতলার উপজেলার ধুরপইট ও মান্দাইন গ্রামের কৃষকদের অধিকাংশ জমির ধান ফোটেনি। আবার যে ধানগুলো ফুটে বের হয়েছে পানির অভাবে তাও আবার পরিপক্ক হতে না পারায় সবগুলো চিটাই পরিণত হয়েছে। খেয়ে না খেয়ে কৃষকরা তাদের জমিতে ধান রোপণ করে ওই অপারেটরকে প্রতি বিঘায় সেচের জন্য ৯শ’ টাকা করে দিয়েছে। কিন্তু অপারেটর পতœীতলা উপজেলার মান্দাইন গ্রামের আকবর আলী মাস্টার ওই নলকূপের আওতায় পরিমাণের চেয়েও অধিক জমিতে পানি দেয়ার কথা বলে অনেকের কাছ থেকে টাকা নিয়ে সঠিকভাবে পানি বণ্টন করেননি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নলকূপ চালিয়ে রাতে বন্ধ রাখছে। যার কারণে সমস্ত জমিতে ধারাবাহিকভাবে পানি সেচ নিশ্চিত করতে না পারায় ওই জমিগুলোতে চাহিদামতো পানি সেচ দিতে না পারায় জমির ধান শেষ সময়ে এসে শুকিয়ে মরে যাচ্ছে। কৃষকরা এখন ধান গাছের অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়েছেন।
×