ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পৌরনীতি ও নাগরিকতা

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:০৪, ৩০ এপ্রিল ২০১৬

নবম-দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৬. রাফিকের মধ্যে যে সকল গুণাবলি লক্ষ করা যায় তা হলোÑ র) সত্যবাদিতা রর) ন্যায়পরায়ণতা ররর) সহমর্মিতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, ররও ররর ১৭. পরিবার গঠনের অন্যতম পূর্বশর্ত কী? ক) শিক্ষা খ) দলবদ্ধভাবে বাস করা গ) বিবাহ ঘ) সমাজে মিলেমিশে থাকা ১৮. সাধারণ কৃষিভিত্তিক গ্রামীণ মুসলমান সমাজে কোন ধরনের পরিবার বেশি দেখা যায়? ক) এক বিবাহ খ) বহুপতœীক গ) বহুপতি ঘ) মাতৃবাস ১৯. বয়স্ক মহিলা গারো পরিবারের প্রধান। গারোদের বংশমর্যাদা উপাধি, উত্তরাধিকার সবই মাতৃধারায়। গারোদের পরিবার হলোÑ র) মাতৃ বংশানুক্রমিক রর) পিতৃবাস ররর) মাতৃবাস নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২০. বিমূর্ত ধারণা বলতে বোঝায়Ñ র) অদৃশ্য কোনো বিষয় রর) যা কল্পনা করা যায় কিন্তু অস্তিত্ব পাওয়া যায় না ররর) যেগুলো দেখা যায় কিন্তু কল্পনা করা যায় না নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর অনুচ্ছেদটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নে উত্তর দাও : শান্তা সামাজিক বিজ্ঞান বই পড়ে জানল, মানুষ সামাজিক জীব। তাই তাদেরকে সমাজ কাঠামোর মধ্যে বসবাস করতে হয়। এ সম্পর্কে কার্ল মার্কসের সংজ্ঞাটিকে যথার্থ বলে মনে করে। মোট কথা কতিপয় সামাজিক গোষ্ঠী ও প্রতিষ্ঠানের সমন্বয়েই সামাজিক কাঠামো সৃষ্টি হয়। ২১. অনুচ্ছেদে উল্লেখিত মূল বিষয়টি সম্পর্কে কে সর্বপ্রথম ধারণা দেন? ক) কার্ল মার্কস খ) র‌্যাডক্লিফ ব্রাউন গ) হাবার্ট স্পেনসার ঘ) বটোমোর ২২. কার্ল মার্কেসের সমাজ কাঠামোর সংজ্ঞাটিকে যে বিষয়ের যথার্থ সমন্বয়ে গড়ে উঠেছেÑ র) উৎপাদক শ্রেণি রর) উৎপাদন শক্তি ররর) উৎপাদন সম্পর্ক নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৩. যাদের জমির পরিমাণ ১ থেকে ৩ একরের নিচে তাদেরকে কী বলা হয়? ক) প্রান্তিক কৃষক খ) ছোট কৃষক গ) মধ্যম কৃষক ঘ) ধনী কৃষক ২৪. বাংলাদেশের সামাজিক স্তরবিন্যাসে গ্রাম ও শহরের মধ্যে ব্যাপক বৈষম্য বিদ্যমান। এর কারণ কী? ক) গ্রামের অর্থ সম্পদের প্রাচুর্য খ) শহরে ধন সম্পদ অর্জনের সুযোগ বেশি গ) গ্রামের লোকজন কম পরিশ্রম করে ঘ) শহরের মানুষ বেশি পরিশ্রমী ২৫. রাতুলের বাবা শহরে থাকেন। গ্রামে তার ২০ বিঘা জমি আছে। জমিগুলো গ্রামের এক নিটকাত্মীয় দেখা শুনা করে। এখানে রাতুলের বাবা কোন ধরনের কৃষক? ক) উচ্চ কৃষক খ) ধনী কৃষক গ) মাঝারি কৃষক ঘ) ছোট কৃষক ২৬. ভৌগোলিক পরিবর্তন সামাজিক পরিবর্তনের তুলনায়Ñ ক) শক্তিশালী খ) দৃঢ় গ) শ্লথ ঘ) দ্রুত নিচের অনুচ্ছেদটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও : শামীমা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যায়। সেখানে সে দেখতে পায় আধুনিক যান্ত্রিক শিল্পের বিকাশের ফলে অর্থনৈতিক জীবনেও আমূল পরিবর্তন ঘটেছে। সে মনে করে সকরের অংশ গ্রহণে আমাদের দেশের ও আর্থ সামাজিক উন্নয়ন সম্ভব। ২৭. উচ্চ শিক্ষার জন্য শামীমার বিদেশে যাওয়াটা কীসের উপাদান? ক) সামাজিক বিবর্তনের খ) সামাজিক পরিবর্তনের গ) সামাজিক দৃষ্টিভঙ্গির ঘ) সামাজিক যোগাযোগের ২৮. অনুচ্ছেদে বর্ণিত আধুনিক যান্ত্রিক শিল্পের বিকাশে প্রভাব রয়েছে? র) শিক্ষা রর) বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা ররর) রাজনৈতিক উন্নয়ন নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৯. কোন কর্মসূচি প্রবর্তনের ফলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতির হার বৃদ্ধি পাচ্ছে? ক) কাজের বিনিময়ে খাদ্য খ) খাদ্যের বিনিময়ে শিক্ষা গ) বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ঘ) নিরক্ষরতার বিরুদ্ধে অভিযান ৩০. সমাজে নৈরাজ্য সৃষ্টির জন্যে দায়ীÑ র) সামাজিক মূল্যবোধ রর) ব্যক্তির মূল্যবোধ ররর) প্রতিষ্ঠানের মূল্যবোধ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর ও ররর গ) র ও রর ঘ) র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও। সোহানার পরিবারের বাবা-মা উভয়েই কর্মজীবী। সোহানার মা বড্ড মেজাজী। তাই বাবা-মায়ের মধ্যে প্রায় ঝগড়া বিবাদ, মারামারি এবং পারিবারিক অশান্তি লেগে থাকে। ৩১. বাবা মায়ের কর্মকা-ে সোহানার জীবনে আসতে পারেÑ র) মনোদৈহিক সমস্যা রর) আত্ম বিশ্বাসী হয়ে ওঠে ররর) বিভিন্ন অপরাধ কর্মে লিপ্ত হওয়া নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩২. পিতা-মাতার মধ্যে বৈরী সম্পর্ক না থাকলে সোহানার জীবনÑ র) আত্মবিশ্বাসী হয়ে উঠত রর) ন্যায়পরায়ণ হয়ে উঠত ররর) অত্যন্ত লাজুক হয়ে ঊঠত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৩. লমব্রোসো ছিলেন একজন– ক) অপরাধ বিজ্ঞানী খ) সমাজবিজ্ঞানী গ) দার্শনিক ঘ) নৃ-বিজ্ঞানী ৩৪. বর্তমানে অপরাধের কোন ধরনের শাস্তি ব্যবস্থা নিশ্চিত ও অমানবিক হিসেবে চিহ্নিত হচ্ছে? ক) যাবজ্জীবন কারাদ- খ) অর্থদ- গ) প্যারোল ঘ) মৃত্যুদ- নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও : স্কুল শেষে বাড়ি ফিরে নাঈমা দেখল বাসার সবার মন খারাপ। তার চাচা গ্রামে থাকেন। চাচাত ভাই গত বছর এসএসসি পরীক্ষায় ফেল করার পর থেকে বাজে ছেলেদের সাথে মিশছে। গতরাতে তাকে চাঁদাবাজির মামলায় পুলিশে ধরে নিয়ে গেছে। ৩৫. উদ্দীপকে উল্লেখিত নাঈমার চাচাত ভাইকে কী বলা যায়? ক) কিশোর অপরাধী খ) বেকার যুবক গ) অপরাধী ঘ) সন্ত্রাসী ৩৬. নাঈমার চাচাত ভাইকে সংশোধনের জন্যে রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনÑ র) জাতীয় শিক্ষানীতি প্রণয়ন রর) শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু ররর) বৃত্তিমূলক শিক্ষানীতি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. বাংলাদেশে শিক্ষার জন্য প্রতি বছর কয়টি নতন শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন? ক) ২৪ হাজার খ) ৯ হাজার গ) ৭ হাজার ঘ) ৫ হাজার ৩৮. নিরক্ষর বলতে বোঝানো হয়Ñ র) যার মধ্যে অক্ষরজ্ঞান নেই রর) যার মধ্যে বোধ শক্তি নেই ররর) যে লিখতে ও পড়তে জানে না নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাওÑ দুর্নীতিপরায়ণ ব্যক্তি ‘ক’ কে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তিক্রমে আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদ- প্রদান করে। দ- চলাকালে তার স্ত্রীর মৃত্যু হলে তাকে আট ঘণ্টার জন্যে প্যারোলে মুক্তি দেওয়া হয়। ৩৯. ‘ক’ কে আট ঘণ্টা প্যারোলে মুক্তি দেওয়া অপরাধ প্রতিরোধে গৃহীত কোন ব্যবস্থার অন্তর্গত? ক) প্রতিরোধমূলক খ) পুনর্বাসনমূলক গ) প্রতিকারমূলক ঘ) প্রতিরোধ ও প্রতিকারমূলক ৪০. ‘ক’ কে গ্রেফতারের পর তাকে পুনর্বাসনের জন্যে সহায়তা করবেÑ র) রিমান্ডে নেওয়া রর) সশ্রম কারাদ- ররর) প্যারোলে মুক্তি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) ররর ঘ) র, রর ও ররর উত্তরমালা : ১। খ ২। খ ৩। গ ৪। গ ৫। গ ৬। খ ৭। ক ৮। গ ৯। গ ১০। খ ১১। ক ১২। ঘ ১৩। গ ১৪। গ ১৫। খ ১৬। গ ১৭। গ ১৮। খ ১৯। গ ২০। ক ২১। ক ২২। গ ২৩। খ ২৪। খ ২৫। খ ২৬। গ ২৭। খ ২৮। খ ২৯। খ ৩০। ক ৩১। ঘ ৩২। ক ৩৩। ক ৩৪। ঘ ৩৫। ক ৩৬। ক ৩৭। গ ৩৮। গ ৩৯। গ ৪০। গ
×