ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় ‘একটি আষাঢ়ে স্বপ্ন’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৩:৫৪, ৩০ এপ্রিল ২০১৬

শিল্পকলায় ‘একটি আষাঢ়ে স্বপ্ন’ মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শুক্রবার সন্ধ্যায় মঞ্চস্থ হলো শায়েস্তাগঞ্জ থিয়েটারের ১১তম নাট্য প্রযোজনা ‘একটি আষাঢ়ে স্বপ্ন’। উইলিয়াম শেক্সপিয়ারের ‘এ মিড সামার নাইট’স ড্রিম’ ও রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ অনুসৃত এই মঞ্চনাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন ড. মুকিদ চৌধুরী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন নূরজাহান আক্তার মণি, আল-আমিন ইমরান, মো. শামসুল হক, রাজু আহমেদ, শতাব্দী চৌধুরী রিয়া, মুক্তাদির সোহেল, ফাতেমা তুজ জহুরা নিপা, মো. রুবেল মিয়া, মোতাব্বির হোসেন সাইফুল, সন্তোষ পাল, হƒদয় তরফদার, রাব্বি আরমান রনি, ভূষণ চন্দ্র দাশ, আবুল কাশেম বিজয়, অয়ন, হƒদয়, রানা প্রমুখ।
×