ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিয়ন্সের সারপ্রাইজ এ্যালবাম

প্রকাশিত: ০৩:৫৪, ৩০ এপ্রিল ২০১৬

বিয়ন্সের সারপ্রাইজ এ্যালবাম

সংস্কৃতি ডেস্ক ॥ মার্কিন পপতারকা বিয়ন্সে নোয়েলস হঠাৎ নতুন এ্যালবাম বের করেছেন। নতুন এ্যালবামের নাম ‘লেমোনেড’। এটি প্রকাশিত হয়েছে মিউজিক স্ট্রিমিং সার্ভিস টাইডালে। এ্যালবামে বিয়ন্সের সঙ্গে গেয়েছেন কেন্ড্রিক লামার, জ্যাক হোয়াইট, জেমস ব্লেক ও দ্য উইকেন্ড। এটি বিয়ন্সের ষষ্ঠ স্টুডিও এ্যালবাম। এতে গান রয়েছে একডজন। কয়েকটির শিরোনাম হলো ‘প্রে ইউ ক্যাচ মি’, ‘লাভ ড্রট’, ‘ফ্রিডম’ প্রভৃতি। এরই মধ্যে এগুলো সঙ্গীত সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। জোনাথান বার্নস্টেইন বলেন, এটি এখন পর্যন্ত বিয়ন্সের সবচেয়ে শক্তিশালী এ্যালবাম। ‘লেমোনেড’ এ্যালবামটিকে প্রত্যেক নারীর আত্মজ্ঞান ও উতরে ওঠার পথচলাকে ভিত্তি করে কনসেপচ্যুয়াল প্রকল্প হিসেবে উল্লেখ করেছেন বিয়ন্সে। এ্যালবাম প্রকাশের আগে এইচবিও চ্যানেলে ঘণ্টাব্যাপী রহস্য ছড়িয়েছেন ৩৪ বছর বয়সী। ছিল থ্রিলার ধাঁচের ক্লিপিংস। এতে নিজের শেকড়কে ফিরে দেখেছেন। পাশাপাশি তুলে ধরা হয়েছে স্ত্রী জাতির প্রতি বিদ্বেষ নিয়ে আবেগপ্রবণ কিছু দিক। এতে সেরেনা উইলিয়ামস ও বিয়ন্সের স্বামী জে-জির বিশেষ উপস্থিতি দেখা গেছে। গত কয়েক বছরে এইচবিও চ্যানেলে একাধিক প্রামাণ্যচিত্র প্রচার হয়েছে বিয়ন্সের। এর মধ্যে অন্যতম ২০১৪ সালে জে-জির সঙ্গে তার দ্বৈত সঙ্গীত সফর নিয়ে সাজানো ‘লাইফ ইজ বাট অ্যা ড্রিম’। তার সর্বশেষ এ্যালবাম ‘বিয়ন্সে’ও এরকম চমক হিসেবে হুট করেই প্রকাশ হয়েছিল। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে তার ফরমেশন ওয়ার্ল্ড ট্যুর শুরু হয়েছে বুধবার।
×