ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই বাংলায় ব্যস্ত অভিনেতা মিলন

প্রকাশিত: ০৩:৫৩, ৩০ এপ্রিল ২০১৬

দুই বাংলায় ব্যস্ত অভিনেতা মিলন

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের সম্ভাবনাময় অভিনেতা, মডেল ও নৃত্যশিল্পী মিলন। মঞ্চ, টিভি নাটক ও চচ্চিত্রে সমানতালে কাজ করছেন। সম্প্রতি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করছেন। এছাড়া একটি ধারাবাহিক নাটকের অভিনয়ে ব্যস্ত রয়েছেন তিনি। গোপালগঞ্জের কোটালিপাড়ার সন্তান মিলন ছোটবেলা থেকে সাংস্কৃতিক অঙ্গনে কিছু একটা করার স্বপ্ন দেখতেন। এরই ধারাবাহিকতায় স্থানীয়ভাবে পূজাসহ বিভিন্ন পার্বণে নৃত্য পরিবেশন করেন মিলন। এরপর ২০০৯ সালে ঢাকায় এসে অঞ্জলি একাডেমিতে মিঠুন রাজ ও রুমি খন্দকারের তত্ত্বাবধানে নৃত্যে প্রশিক্ষণ নেন। ঢাকায় নৃত্যচর্চার পাশাপাশি থিয়েটার পুণ্যভূমির সদস্য হিসেবে জুলফিকার হোসাইন সোহাগের নির্দেশনায় ‘মাকড়সা’ এবং ‘মহুয়া’ নাটকে অভিনয় করে প্রশংসিত হন। বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও কাজ করছেন মিলন। সেখানে বিখ্যাত নাট্যনির্দেশক অনিরুদ্ধ কু-ের নির্দেশনায় ‘লাটাই’ নাটকে অভিনয় করে প্রশংসিত হন। বিখ্যাত মিনার্ভা থিয়েটারসহ ৫টি থিয়েটার হলে নাটকের ১৫টি প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। ‘লাটাই’ নাটকে অভিনয়ের জন্য থিয়েটার গ্রুপ ‘মেধা’ কর্তৃক বিশেষ সম্মাননায় ভূষিত হন তিনি। পাশাপাশি উড়িষ্যার ভাগলপুর কালচারাল ইনস্টিটিউট থেকে পুরস্কার লাভ করেন। এছাড়া কলকাতার বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে স্থানীয় দর্শকদের আকুণ্ঠ প্রশংসা অর্জন করেন মিলন। সম্প্রতি তিনি মুম্বাইতে অনিরুদ্ধ কু-ের নির্দেশনায় নির্মিত ‘ভাষা কাহিনী’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন। এছাড়া একই পরিচালকের ‘লেডি ড্রাইভার-২’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। স্থানীয় বাসিন্দা আকাশ ও অভিজিতের উৎসাহ এবং অনুপ্রেরণাতে মিলন কলকাতায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে থাকেন। অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও নাম করেছেন মিলন। বর্তমানে ঢাকায় অঞ্জলি একাডেমিতে মডার্ন ড্যান্স টিচার হিসেবে কাজ করছেন। ভারতের দৈনিক হিন্দুস্তান পত্রিকা তার অভিনয় ও নৃত্যের ভূয়সী প্রসংশা করে সংবাদ প্রকাশ করে। এদিকে মিলন বর্তমানে জুলফিকার হোসাইন সোহাগ রচিত ও পরিচালিত ‘জিরো পজেটিভ’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় ‘তোকে থাকতে হবে আমায় ছেড়ে’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন মিলন। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন ভারতের দুর্জয় ম-ল এবং বাংলাদেশের আনোয়ার সিরাজী। চলচ্চিত্রটি প্রযোজনা করছে ওপার বাংলার লুক এ্যাট এবং নিউ স্টার, বাংলাদেশের গোলাপী চলচ্চিত্র। এই চলচ্চিত্রে আরও অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, মোহিনী সরকার, লাবনী সরকার, বাংলাদেশের আলমগীর, জ্যাকি প্রমুখ। দুই বাংলার সাংস্কৃতিক অঙ্গনে কাজ করা প্রসঙ্গে মিলন জনকন্ঠকে বলেন, অভিনয়কে ভালবেসেই বাংলাদেশের পাশাপাশি সংস্কৃতির স্বর্গরাজ্য ভারতে বার বার ছুটে যাই। সবার দোয়া ও সহযোগিতা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই। ছোটবেলা তাকে নানাভাবে উৎসাহ দেয়ার জন্য কোটালিপাড়ার নৃত্য শিক্ষক মিঠুন রাজ ও স্থানীয় বাসিন্দা চয়নবিশ্বাস ও মনতোষ মৃধার কাছে কৃতজ্ঞ মিলন। কোটালিপাড়ার ভাঙ্গারহাটের হাজরাবাড়ির ছেলে মিলন দুই বাংলায় কাজ করছেন। মেধা এবং প্রচেষ্টার মাধ্যমে মিলন তার কাক্সিক্ষত লক্ষে এগিয়ে যাবেন সেই প্রত্যাশা।
×