ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কটিয়াদীতে ট্রেনের বগি লাইনচ্যুত ॥ কিশোরগঞ্জ-ভৈরব রুটে ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত: ০২:৩১, ২৯ এপ্রিল ২০১৬

কটিয়াদীতে ট্রেনের বগি লাইনচ্যুত ॥ কিশোরগঞ্জ-ভৈরব রুটে ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার কটিয়াদীর গচিহাটা ও মানিকখালী স্টেশনের মধ্যবর্তী স্থানে ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় কিশোরগঞ্জ-ভৈরব রুটে ৫ ঘন্টা ট্রেন চলাচল বিঘিœত হয়েছে। বঙ্গবন্ধু সেতু থেকে চট্টগ্রামগামী ৩৮ ডাউন ট্রেনটি গচিহাটা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর পরই শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস কুলিয়ারচর স্টেশনে অনির্ধারিত যাত্রাবিরতি করে এবং কিশোরগঞ্জ স্টেশনে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারোসিন্দুর এক্সপ্রেস গোধূলীর যাত্রা বিলম্বিত হয়। এছাড়া ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব ও কিশোরগঞ্জ-ভৈরব-ঢাকাসহ সংশ্লিষ্ট রুটের কয়েকটি ট্রেন এ সময় বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। কিশোরগঞ্জের স্টেশন মাস্টার জহুরুল ইসলাম জানান, আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন বিকেল সাড়ে ৩টায় ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে বিকেল পৌনে ৫টার দিকে বগিটি লাইনে ওঠানোর পর সোয়া ৫টার দিকে পুনরায় ওই রোডে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
×