ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেকনাফে পৌরসভায় আ’লীগের সঙ্গে লড়তে বিএনপি প্রার্থী খোঁজে পায়নি

প্রকাশিত: ০২:২৯, ২৯ এপ্রিল ২০১৬

টেকনাফে পৌরসভায় আ’লীগের সঙ্গে লড়তে বিএনপি প্রার্থী খোঁজে পায়নি

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চল বিএনপির দূর্গ বলে নিজেরা দাবী করলেও টেকনাফে পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একজন প্রার্থীও দাঁড় করাতে পারেনি বিএনপি। আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে টেকনাফ পৌরসভার নির্বাচন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন হলেও বিএনপি থেকে মেয়র পদে কোন প্রার্থী মনোয়নয়নপত্র জমা দেয়নি। অথচ বিএনপির প্রার্থী হিসেবে মোহাম্মদ জাবেদ হাসান নির্বচনী ফরম সংগ্রহ করেন যথা সময়ে। জেলা নিবার্চন কর্মকর্তা ও টেকনাফের রিটারিং কর্মকর্তা মোজাম্মেল হোসেন জানান, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে টেকনাফ পৌর নির্বাচনে মেয়র পদে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন- আওয়ামী লীগের একক প্রার্থী মোহাম্মদ ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ও জামায়াত নেতা মোহাম্মদ ইসমাইল, স্বতন্ত্র প্রার্থী এসএম ফারুক বাবুল, মোহাম্মদ হাশেম ও মো. জাহাঙ্গীর আলম। এছাড়া নয় ওয়ার্ডে কাউন্সিলর পদে পুরুষ ৪১ জন, নারী ৮ জন মনোনয়নপত্র জমা দেন। জানা গেছে, বিএনপির মনোনীত একক প্রার্থী মোহাম্মদ জাবেদ হাসান ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, টেকনাফ পৌরসভায় ভোটারসংখ্যা ১৩ হাজার ৩১৪ জন। তার মধ্যে পুরুষ ৬ হাজার ৯৫৬ জন ও নারী ৬ হাজার ৩৫৮ জন। মনোনয়নপত্র বাছাই হবে ২ মে এবং প্রত্যাহারের শেষ সময় ৯ মে। একাধিক সূত্রে জানা গেছে, বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে গ্রুপিং ও নেতাকর্মীরা নিষ্কিয় হয়ে পড়ায় টেকনাফ পৌরসভায় নির্বাচনে মেয়র পদে কোন প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে বিএনপিন। টেকনাফ পৌর বিএনপির মেয়র পদে কোন শক্ত প্রার্থী না থাকায় সৌদি আরব ফেরত জাবেদ হাসান নামে একজনকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। নিবার্চনীয় এলাকায় আওয়ামী লীগের মনোনিত একক প্রার্থী বর্তমান মেয়র হাজি মো. ইসলাম প্রতিদ্বন্ধিতায় রয়েছেন। পৌরসভার বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, টেকনাফ পৌরসভা নির্বাচনে মেয়র পদে শক্ত প্রার্থী না থাকায় এ অবস্থা হয়েছে।
×