ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চাদাঁ না দেয়ায় ব্যবসায়ী নেতা ও তার ছেলের গায়ে গরম পানি ঢেলে দিয়েছে চাদাঁবাজরা

প্রকাশিত: ০১:২৫, ২৯ এপ্রিল ২০১৬

চাদাঁ না দেয়ায় ব্যবসায়ী নেতা ও তার ছেলের গায়ে গরম পানি ঢেলে দিয়েছে চাদাঁবাজরা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর চকবাজারে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীর গায়ে গরম পানি ঢেলে দিয়েছে দূর্ব্ত্তৃরা। এ ঘটনায় আরও ২ জন দগ্ধ হয়েছে। পরে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধরা হচ্ছেন, চকবাজার ইসলামবাগের দোকান মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রব (৫৫), তার ছেলে আব্দুস সালাম রাব্বি (৩০) ও স্থানীয় মো. হোসেন সরদার (৫২)। শুক্রবার দুপুর পৌনে ২ টায় চকবাজারের পূর্ব ইসলামবাগ এলাকার ৫৬/৪ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে। দগ্ধ আব্দুর রব জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসী মারুফ হোসেন খোকা আমার চাচাতো ভাইয়ের বাড়ির পাশে একটি রাস্তা নির্মাণের জন্য হুমকি-ধামকি দিচ্ছিল। আর এই রাস্তা বানাতে হলে আমাদের বাড়ির কিছু অংশ ভাঙতে হবে। তাতে আমি সম্মতি দেয়নি। এ কারণে সম্প্রতি সে ১০ লাখ টাকা দাবি করে। তিনি জানান, চাঁদা না দেয়ায় শুক্রবার জুম্মা নামাজের পর সন্ত্রাসী মারুফ বাড়ি থেকে আমাকে ও ছেলে আব্দুস সালাম ডেকে নিয়ে যায়। চাঁদাবাজদের সঙ্গে বাকবিতণ্ডার সময় এক পর্যায়ে সন্ত্রাসী মারুফ ছেলে ও আমার গায়ে গরম পানি ঢেলে দেয়। এ সময় পাশে দাড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দা হোসেন সরকারের গায়েও গরম পানি ঢেলে দেয় সন্ত্রাসীরা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁিড়র নায়েক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বাীকার জানান, আহতদের ঢামেক বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বিষয়টি চকবাজার থানা পুলিশকে জানানো হয়েছে।
×