ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বারহাট্টায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

প্রকাশিত: ২৩:৫৪, ২৯ এপ্রিল ২০১৬

বারহাট্টায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি বাজারে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ চারজন আহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেল পোড়ানো হয়। জানা গেছে, বৃহস্পতিবার রাত ন’টার দিকে চিরাম ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলাম ও তার সমর্থকরা বাহাদুরপুর গ্রামে জনসংযোগ শেষে নৈহাটি বাজারের দিকে যাচ্ছিলেন। তারা চিরাম মোড়ে পৌঁঁছেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইদুর রহমান চৌধুরীর সমর্থকদের সঙ্গে মুখোমুখি হয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলাম, তার সমর্থক নূর গণি, শহীদ ও জালাল আহত হয়। এছাড়া প্রতিপক্ষ তাদের তিনটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর লোকজন বিনা কারণে আমাদের ওপর অতর্কিতে হামলা চালিয়েছে। আওয়ামী লীগের প্রার্থী সাইদুর রহমান চৌধুরীর মোবাইল সংযোগ না পাওয়ায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
×