ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় নাটোরে মেডিকেল কলেজ ছাত্র গ্রেফতার

প্রকাশিত: ২৩:৪৪, ২৯ এপ্রিল ২০১৬

ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় নাটোরে মেডিকেল কলেজ ছাত্র গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় নাটোরে খন্দকার মহিন নামের মেডিকেল কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে সদর উপজেলার শেখেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহিন একই এলাকার গোলাম মোস্তফার ছেলে। সে কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি ও মেডিসিন বিভাগের ছাত্র। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম জুয়েল ও এলাকাবাসী জানান, গত বছর নাটোর সদর উপজেলার শেখেরহাট এলাকায় শেখের হাটে একটি মসজিদ স্থাপন করা হয়। মসজিদের প্রবেশ পথে মসজিদ নির্মানে আর্থিক সহায়তা দানকারীর নাম ফলক স্থাপন করা হয়। নামফলকটি নিয়ে একই এলাকার আব্দুল মান্নান ফেসবুকে ধর্মীয় উস্কানীমূলক মন্তব্য প্রকাশ করে। সেই মন্তব্যে ওই এলাকার মহিন উস্কানীমূলক আরেকটি মন্তব্য করে। ঘটনটি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এ ব্যাপারে নাটোর সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সোহানুর রহমান সুরুজ দুইজনকে অভিযুক্ত করে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের প্রেক্ষিতে শুক্রবার ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে খন্দকার মহিনকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
×