ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোরে মানবাধিকার বিষয়ক সাংবাদিক কর্মশালা

প্রকাশিত: ২৩:৩২, ২৯ এপ্রিল ২০১৬

নাটোরে মানবাধিকার বিষয়ক সাংবাদিক কর্মশালা

দেশের খবর নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরে মানবাধিকার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের একটি চাইনিজ রেস্টুরেন্ট এ বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে কর্মশালায় মানবাধিকার ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল ও ভাসান টেক সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মোহন। এছাড়া প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মো: সামিউল আলম, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সহ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, নাটোর প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক দুলাল সরকার প্রমুখ। প্রশিক্ষনে নাটোরের বিভিন্ন মিডিয়ার ২৫জন সংবাদকর্মি অংশ নেন।
×