ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরিবহনের ভাড়া কমানোর সিদ্ধান্ত সোমবার: সেতুমন্ত্রী

প্রকাশিত: ২২:৫৬, ২৯ এপ্রিল ২০১৬

পরিবহনের ভাড়া কমানোর সিদ্ধান্ত সোমবার: সেতুমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর ॥ জ্বালানি তেলের দাম কমায় গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে বসবে সরকার। শুক্রবার গাজীপুরের তেতুইবাড়িতে নবীনগর-চন্দ্রা সড়কে আন্ডারপাসের নির্মাণকাজ পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী এসময় বলেন, ‘তেলের দাম কমেছে, পরিবহনের ভাড়াও কমবে। এ বিষয়ে সোমবার বিআরটিএতে পরিবহন নেতাদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ রবিবার মধ্যরাত খেকে অকটেন ও পেট্রোলের দাম লিটার প্রতি ১০ টাকা এবং ডিজেলের দাম তিন টাকা কমিয়েছে সরকার। তেলের দামের সঙ্গে সঙ্গতি রেখে এর আগে বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়েছিল। সে যুক্তি দেখিয়ে এবার ভাড়া কমানোরও দাবি রয়েছে যাত্রী অধিকার আন্দোলনে যুক্তদের। এসময় সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এসব ব্যাপারে সরকার নির্লিপ্ত থাকেনি। এসব ঘটনার তদন্ত শেষে বিচার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে। আশা করি, অতি সম্প্রতি যেগুলো হয়েছে, সেগুলো অর্গানাইজড টার্গেটেড কিলিং। এ ব্যাপারে সরকার অত্যন্ত কঠোর। কোনো হত্যাকারীকে, কোনো খুনিকে ছাড় দেওয়ার সুযোগ নেই।’ ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রথম ধাপে সারা দেশে নির্বাচন ভালো ছিল। দ্বিতীয় নির্বাচনেও সংঘাত অনেক ক্ষেত্রে হয়েছে। তৃতীয় ধাপে নির্বাচনটা মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। পরবর্তী তিনটি নির্বাচনেও আশা করছি তা বজায় থাকবে। তবে নির্বাচনে উত্তেজনা, সংঘাত একেবারেই থাকবে না—এ কথা বলে কোন লাভ নেই। পরবর্তী নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য দল থেকে জেলার তৃণমূল নেতা, জনপ্রতিনিধিদের সবাইকে বাড়াবাড়ি না করে ধৈর্য ধরতে বলা হয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে আমরাও সতর্ক দৃষ্টি রাখছি। এ সময় সড়ক ও জনপথের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মহিবুল হক, গাজীপুর সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন, আতিয়া তনি প্রমুখ উপস্থিত ছিলেন।
×