ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে সড়ক দুর্ঘটনায় আমর্ড পুলিশের ২৮ সদস্য আহত

প্রকাশিত: ২০:৪০, ২৯ এপ্রিল ২০১৬

বরিশালে সড়ক দুর্ঘটনায় আমর্ড পুলিশের ২৮ সদস্য আহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রধানমন্ত্রীর কর্মসূচীতে দায়িত্ব পালনের জন্য যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের ছয়মাইল নামকস্থানে শুক্রবার সকাল সাতটার দিকে আমর্ড পুলিশ ব্যাটেলিয়ানবাহী বাসের সাথে ইটবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষে আমর্ড পুলিশের ২৮ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে চারজনের অবস্থা আশংকাজন। দুর্ঘটনায় আহত আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের এএসআই মোঃ জিল্লুর রহমান জানান, দুটি পাবলিক রিজার্ভ বাসে তারা ১’শ জন সদস্য টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর কর্মসূচীতে দায়িত্ব পালনের জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে ছয়মাইল নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় আর্মড পুলিশের ২৮ জন সদস্য আহত হয়। গুরুতর আহতরা হলেন, এসআই জালাল, মিলন, আল-ইমরান, মাহফুজ, সুলতান মাহমুদ, জিল্লুর রহমান, সোহেল, তারিকুল, রমজান, মোঃ সোহেল, রাকিবুল ইসলাম, আসিফ, মিঠুন চন্দ্র, সুব্রত বিশ্বাস, নাসিরুল ইসলাম, সালমান, শহিদুল ইসলাম, জীবিলেশ রায়, সায়েম, নাজমুল হোসেন, ইমতিয়াজ আহমেদ, নাবিদ, জুয়েল, মেহেদী, আবুল কাশেম, অনুপম দেবনাথ, উজ্জ্বল ও আবু তাহের মনি। আহতদের শেবাচিম হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়। এরমধ্যে একজনের পায়ের তিনটি আঙ্গুল কাটা পড়ায় অর্থোপেডিক্স বিভাগে ভর্তি করা হয়েছে। সার্জারী ওয়ার্ডের রেজিষ্ট্রার ইফতেখার উদ্দিন সাগর বলেন, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক। বিমান বন্দর থানার ওসি মোঃ রেজাউল ইসলাম বলেন, দূর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করা হলেও চালকরা পলাতক রয়েছে।
×