ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইনজামামকে প্রধান নির্বাচক করা ভুল!

প্রকাশিত: ১৮:৩৫, ২৯ এপ্রিল ২০১৬

ইনজামামকে প্রধান নির্বাচক করা ভুল!

অনলাইন ডেস্ক॥ ইনজামাম-উল হক প্রধান নির্বাচক হলেন। সাধু, সাধু বলে রব উঠল পাকিস্তানে। অনেক সাবেক ক্রিকেটার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন। কিন্তু এটাকে পিসিবির চরম এক অবিবেচক কাজ মনে করেন কিংবদন্তি লেগ স্পিনার আব্দুল কাদের। তার মতে, ইনজামামকে প্রধান নির্বাচক না করে জাতীয় দলের ব্যাটিং কোচ করা উচিত ছিল। শুধু তাই না, বর্তমান প্রশাসকদের বদলে পিসিবিতে ক্রিকেট খেলা মানুষকে নিয়োগ দেওয়ার দাবি জানালেন কাদির। পিসিবি যে সঠিক পথে হাঁটছে না সেটাই দাবি কাদিরের। বলেছেন, "পাকিস্তান ক্রিকেট বোর্ড ওই কাজের জন্য সঠিক মানুষটাকে বেছে নিতে ব্যর্থ। সবাই বুঝবে যে ইনজি ব্যাটিং কোচ হলেই সবচেয়ে বেশি মানাতো। সে পাকিস্তানের গ্রেটেস্ট ব্যাটসম্যান।" এসব দেখে ভালো লাগছে না কাদিরের, "পিসিবির পেট্রোন-ইন-চিফের কাছে আমার আবেদন, দয়া করে হস্তক্ষেপ করুন। বোর্ডকে ভালোভাবে চালাতে পারে এমন কয়েকজন ক্রিকেটারকে নিয়োগ দিন। এইসব বিষয় ঠিক মতো দেখা না হলে আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকার। আমার মতে মাজিদ খান, জাভেদ মিয়াদাদ ও জহির আব্বাসরা এই প্রশাসকদের চেয়ে ক্রিকেট ভালোভাবে চালাতে পারবে।" সম্প্রতি অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খানকে নিয়ে খুব বিতর্ক হয়েছে। তিনি চলমান পাকিস্তান কাপ ছেড়ে মাঝপথে বাড়ি ফিরে যান। তাতে পিসিবি তাকে টুর্নামেন্টে নিষিদ্ধ করে কারণ দর্শনোর নোটিশ দেয়। কিন্তু দ্বিতীয়বার ক্ষমা চেয়ে পার পেয়ে যান ইউনিস। আবার তাকে পাকিস্তান কাপে খেলার অনুমতি দেওয়া হয়। এই বিষয়ে কাদিরের মত, "ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে পিসিবির কর্মকর্তারা। তারা চাপ সামলাতে পারছে না।"
×