ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চিতলমারীতে মুক্তিযোদ্ধা পরিবাকে হুমকি

প্রকাশিত: ১৮:২২, ২৯ এপ্রিল ২০১৬

চিতলমারীতে মুক্তিযোদ্ধা পরিবাকে হুমকি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের চিতলমারীতে একের পর এক হামলা, হুমকী, আজগুবি মামলায় মুক্তিযোদ্ধা হিন্দুু একটি পরিবার দিশেহারা হয়ে পড়েছে। পরিবারটিকে দেশ ছাড়া করার ষড়যন্ত্রে রয়েছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। ওই মহলটি দীর্ঘ দিন ধরে নিরীহ পরিবারটির ভিটেমাটি দখলের চেষ্টা চালিয়ে আসছে। একের পর এক হামলা-মামলা ও হয়রানীতে ওই পরিবারের সকল সদস্য এখন ভীতসন্ত্র হয়ে পড়েছেন। মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত পুলিশ সদস্য প্রতুল কুমার বড়াল জানান, উপজেলার কুরমনি মৌজায় তার ওয়ারেশ ও ক্রয়সূত্রে ৩ একর ১৬ শতক জমি রয়েছে। প্রায় ৫০ বছর ধরে ভোগ দখলীয় ওই জমির রেকর্ডও তাদের নামে রয়েছে। কিন্তু গত ৫ বছর ধরে একই উপজেলার খলিশাখালী গ্রামের হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামী রুহিদাস বিশ্বাস ও তার ছেলেরা একের পর এক হামলা ও বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোসহ ও নানা প্রকার হয়রানী করে আসছে। যার শিকার হচ্ছে তার একমাত্র ছেলে লিটন বড়াল। পুলিশের সাথে যোগসাজশে তারা লিটনকে খুলনার রূপসা থানার সিআর ৪৫/১৬ একটি মামলায় অজগুবি আসামী করে। যে মামলার বাদীর কোন হদিস এখন পর্যন্ত পাওয়া যায়নি। এছাড়াও আরও বেশ কয়েকটি সাজানো মামলায় ফাঁসিয়েছে ওই চক্রটি। ৩/৪ দিন আগে তারা আবার লিটনের অগোচরে তার মটর সাইকেলে ইয়াবা রেখে দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। এবিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা জানান, এ ধরনের কোন অভিযোগ তিনি পাননি। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
×