ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঙালী মেয়ে তৃথার দিল্লী-প্যারিস জয়

প্রকাশিত: ০৬:৪২, ২৯ এপ্রিল ২০১৬

বাঙালী মেয়ে তৃথার দিল্লী-প্যারিস জয়

তৃথা ইলেকট্রিক। নারী প্রভাবিত একটি ব্যান্ড দল। তাদের জেনরে লেখা সাইকেডেলিক/ফিউশন রক ব্যান্ড। ফ্রান্সের প্যারিস আর দিল্লীতে তাদের আস্ফালন। প্রায়শই প্যারিসের বিশাল কোন ফেস্টিভালেও গাইতে দেখা যায় তৃথা ইলেকট্রিককে! ২০১০ সালে প্রথাগত ধারার সঙ্গীতকে বুড়ো আঙুল দেখিয়ে গড়ে উঠে ‘তৃথা ইলেকট্রিক’। ভোকালে তৃথা সিনহা, ড্রামসে পল স্নেইটার, ব্যাস গিটারে টনি গিনার্ড এবং ইলেকট্রিক গিটারে ম্যাথিয়াস ডুরান্ড। মূলত কলকাতার মেয়ে তৃথা সিনহাই সত্তরের দশকে বিখ্যাত জার্মান ব্যান্ড ‘ক্রুয়াতরক’ দ্বারা প্রভাবিত হয়েই এমন দল করার অনুপ্রেরণা পান। তাদের প্রথম এ্যালবাম ‘পাগলি’ সনি মিউজিকের ব্যানারে প্রকাশ পায় ২০১৪ সালে। এ্যালবামটির প্রতিটি গান মেটামরফসিসের মধ্য দিয়ে ভারতীয় ধ্রুপদী সঙ্গীতে একবার নারীদের একেবারে মডার্ন পৃথিবীর সঙ্গে পরিচিত করিয়ে দেয়।
×