ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পান্থ আফজাল

জয়িতা অন্বেষণে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪১, ২৯ এপ্রিল ২০১৬

জয়িতা অন্বেষণে বাংলাদেশ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২৫ নবেম্বর হতে ১০ ডিসেম্বর, ২০১৫ এবং বেগম রোকেয়া দিবস ৯ ডিসেম্বর, ২০১৫ উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের অধীনে আগামী ২৭ এপ্রিল ২০১৬ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের (সফল নারী) সংবর্ধনা অনুষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনের (৪র্থ তলা) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ১০ জন জয়িতাদের জীবন সংগ্রামের ওপর ধারণ করা ভিডিও প্রদর্শিত হয় এবং ৫ জন শ্রেষ্ঠ জয়িতার নাম ঘোষণা করা হয়। রাজবাড়ী জেলার নির্বাচিত আলোকিত শ্রেষ্ঠ জয়িতা মর্জিনা বেগম এবং মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. শাহিদা আকতারকেও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি এবং বিশেষ অতিথি হিসেবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি ও মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন হেলালুদ্দিন আহম্মদ, কমিশনার, ঢাকা বিভাগ। সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে সারগর্ভ বক্তব্য রাখেন রাজবাড়ীর সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জিনাত আরা। ধন্যবাদ জ্ঞাপন, জয়িতাদের ক্রেস্ট প্রদান ও সনদ বিতরণ, ফটোসেশন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে নুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
×