ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২৪ শতাংশ

প্রকাশিত: ০৬:৩৭, ২৯ এপ্রিল ২০১৬

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২৪ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে শেষ হয় লেনদেন। ফলে টানা সপ্তম দিনের মতো পতনে শেষ হলো উভয় বাজারের লেনদেন। যদিও বৃহস্পতিবারের লেনদেনটা শুরু হয়েছিল সূচকের উত্থান দিয়ে। তবে তা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র আধাঘণ্টা পরেই পতনের কবলে পরে বাজার। বৃহস্পতিবার সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অঙ্কে আগের দিনের তুলনায় লেনদেন কিছুটা বেড়েছে। দিনটিতে আগের দিনের চেয়ে ৮৫ কোটি টাকা বেশি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ২৪ শতাংশ। দিনটিতে আগের দিনের চেয়ে প্রায় ১ শতাংশ সূচক কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২শ’ পয়েন্টে, যা গত এক বছরের জন্য সর্বনিম্ন। জানা গেছে, পুঁজিবাজারে ব্যাংকগুলোর ধারণকৃত অতিরিক্ত বিনিয়োগ কোন প্রকার শেয়ার বিক্রি না করে আইনী সময়সীমার মধ্যে নির্ধারিত মাত্রায় নামিয়ে আনার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিছু নীতি সহায়তা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যবস্থা গ্রহণের ফলে ব্যাংকগুলোর ওপর বিক্রির চাপ হবে না বলে বুধবারে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছিল। এদিকে বাংলাদেশ ব্যাংকের এ ধরনের নমনীয় সিদ্ধান্তে বিনিয়োগকারীরা স্বস্তি পাচ্ছেন না। যার ফলে এ বিশৃঙ্খলা দেখা দিয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। পাশাপাশি এ টানা পতনের পেছনে নীতি নির্ধারণী মহলের অদক্ষতাও দায়ী করছেন তারা। সারাদিন সূচকের ওঠানামা শেষে ডিএসইর সার্বিক সূচকটি আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ১৯৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১০২৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬১২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৪৪২ কোটি ২২ লাখ ৯০ হাজার টাকা। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড পাওয়ার, কেয়া কসমেটিকস, বিএসআরএম লিমিটেড, এসিআই, মবিল যমুনা বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, লঙ্কা বাংলা ফাইন্যান্স ও স্কয়ার ফার্মা। এদিকে দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৭৬ পয়েন্ট কমে অবস্থান করে ৭ হাজার ৮৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২১ কোটি ৪১ লাখ ৪৩ হাজার টাকা। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড পাওয়ার, কেয়া কসমেটিকস, বিএসআরএম লিমিটেড, মবিল যমুনা বাংলাদেশ, লিন্ডে বিডি, লাফার্জ সুরমা সিমেন্ট, ডরিন পাওয়ার, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, এসিআই ও লঙ্কা বাংলা ফাইনান্স।
×