ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদ্যুত সরবরাহ শীঘ্রই স্বাভাবিক হবে ॥ বিদ্যুত বিভাগ

প্রকাশিত: ০৬:১৪, ২৯ এপ্রিল ২০১৬

বিদ্যুত সরবরাহ শীঘ্রই স্বাভাবিক হবে ॥ বিদ্যুত বিভাগ

স্টাফ রিপোর্টার ॥ চলমান লোডশেডিং এ গ্রাহকদের ধৈর্য না হারানোর অনুরোধ করেছে বিদ্যুত বিভাগ। বৃহস্পতিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিদ্যুত বিভাগ এ আহ্বান জানায়। বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত কিছু কিছু স্থানে বিদ্যুত বিভ্রাট হচ্ছে। বিদ্যুত বিভাগ এবং এর নিয়ন্ত্রণাধীন সংস্থা/ কোম্পানিসমূহ সার্বিক বিদ্যুত সরবরাহ ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আশা করা যায় বিদ্যুত সরবরাহ পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে। বিদ্যমান পরিস্থিতিতে গ্রাহকগণকে বিদ্যুত ব্যবহারে সাশ্রয়ী হওয়া এবং ধৈর্যসহ পরিস্থিতি মোকাবেলার জন্য অনুরোধ করা হলো। পাখির ওড়াউড়ি ইট-সুরকির ঢাকায় এখন পাখি আর বেশি দেখা যায় না। খাদ্যাভাব ও বাসস্থান কমে যাওয়ায় ঢাকা থেকে যেন হারাতে বসেছে চিরচেনা পাখি। কিন্তু বৃহস্পতিবার ঢাকার নন্দীপাড়া এলাকায় দেখা যায় বাবুই পাখির ওড়াউড়ি। ছবি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী সবিতা রহমান। শখের রিক্সা নাম শখের রিক্সা। আকারে অন্য রিক্সার তুলনায় ছোট। অল্প বয়সীদের কাছে এই রিক্সার কদর বেশ। বাবা-মা সন্তানের আবদার মেটাতে কিনে দেয় এই যান। দামেও সস্তা। তবে রাজপথে এই রিক্সা না চালানোই ভাল। বৃহস্পতিবার রায়েরবাজার থেকে ছবি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×