ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি-জামায়াতের ছাতার নিচে জঙ্গী আস্তানা ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৬:১৪, ২৯ এপ্রিল ২০১৬

বিএনপি-জামায়াতের ছাতার নিচে জঙ্গী আস্তানা ॥ তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি-জামায়াতের ছাতার নিচে জঙ্গীদের আস্তানা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, বিচারহীনতার সংস্কৃতির প্রবক্তা অতীতের সামরিক শাসকরা। বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত পৃথক পৃথক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ধর্মীয় জঙ্গীবাদীদের হাতে ধারাবহিক হত্যাকা- প্রতিরোধ এবং হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধনের আয়োজন করে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর জাসদ এ কর্মসূচীর আয়োজন করে। এতে কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, উগ্র সাম্প্রদাকি ও মৌলবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তাদের লক্ষ্য অস্থিরতা সৃষ্টির মধ্য দিয়ে সরকারকে বেকায়দায় ফেলা। সেইসঙ্গে ক্ষমতায় গিয়ে দেশকে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করা। কিন্তু দেশের মানুষ আজ সচেতন। মৌলবাধীদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে। কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে জাসদ সভাপতি ইনু বলেন, বিএনপি-জামাতের ছাতার নিচেই গুপ্তহত্যাকারী জঙ্গীদের আস্তানা। জঙ্গী ও গুপ্তহত্যাকারীরা যমজ অপরাধী। সমাজ ও রাজনীতিকে নিরাপদ করতে এদের এবং এদের পাহারাদার উভয়কেই দমন করতে হবে। তিনি বলেন, অতীতের স্বৈরশাসক ও বিএনপি-জামাতচক্রই বিচারহীনতার অপসংস্কৃতির প্রবক্তা। শেখ হাসিনার সরকার সেই অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করছে। আর ঠিক সেই সময়েই বিচারহীনতার প্রবক্তাদের ছাতার নিচে গুপ্তহত্যা ও জঙ্গী অপতৎপরতা মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। ইনু বলেন, এ কারণেই রাজনীতি ও সমাজকে নিরাপদ করতে একদিকে যেমন গুপ্তহত্যাকারী-জঙ্গীদের দ্রুত বিচার করতে হবে, তেমনি পাহারাদারদেরও দমনের বিকল্প নেই। ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সহ-সভাপতি এ্যাড. শাহ জিকরুল আহমেদ, এ্যাড. হাবিবুর রহমান শওকত, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, আনোয়ারুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, নইমুল আহসান জুয়েল, শওকত রায়হান, জাতীয় যুব জোট সভাপতি রোকনুজ্জামান রোকন, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি শফি উদ্দিন মোল্লা, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী, ঢাকা মহানগর পূর্ব জাসদের সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সাধারণ সম্পাদক এ্যাড. মুহিবুর রহমান মিহির, শ্রমিক নেতা সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম সুমন প্রমুখ। ঊরাদরক জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিশ্ব শান্তি ও মানবাধিকার আন্দোলন বাংলাদেশ আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে আঞ্চলিক ঐক্য’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ইনু বলেন, ‘বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতির প্রধান প্রবক্তা হচ্ছে অতীতের সামরিক শাসকরা এবং সরাসরি জামায়াত ও বিএনপি। জামায়াত-বিএনপির ছাতার তলেই জঙ্গী, সন্ত্রাসী ও গুপ্তহত্যাকারীদের আস্তানা। মশাল প্রতীক পেল ইনুপন্থীরাই ॥ অবশেষে ইনুপন্থীদের হাতেই গেল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নিবন্ধন ও দলীয় প্রতীক ‘মশাল’। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক চিঠিতে হাসানুল হক ইনু ও শিরীন আক্তারের জাসদকেই মশাল প্রতীক ব্যবহারের আনুষ্ঠানিক অনুমতি দেয়া হয়েছে। একই সঙ্গে শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান নেতৃত্বাধীন জাসদের কমিটি গঠনতন্ত্র অনুসারে হয়নি পর্যবেক্ষণ দিয়ে তাদের বিষয়ে কিছু করার নেই বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
×