ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে বাংলাদেশের ভূমিকার প্রশংসা

প্রকাশিত: ০৬:১৪, ২৯ এপ্রিল ২০১৬

খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে বাংলাদেশের ভূমিকার প্রশংসা

বিশেষ প্রতিনিধি ॥ খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়েছে ইসলামিক ওর্গানাইজেশন ফর ফুড সিকিউরিটির (আইওএফএস) মন্ত্রী পর্যায়ের কনফারেন্সে। বাংলাদেশ খাদ্যে দ্রুত স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা এবং কৃষি উন্নয়নে যে ভূমিকা রেখেছে তার বর্ণনা করতে বাংলাদেশ সরকারের পক্ষে সম্মেলনে যোগদান করা খাদ্যমন্ত্রী মোঃ কামরুল ইসলামকে অনুরোধ জানানো হয়। কাজাখস্তানে অনুষ্ঠিত আইওএফএস বিষয়ক মন্ত্রী পর্যায়ের ৭ম কনফারেন্স এবং ইসলামিক ওর্গানাইজেশন ফর ফুড সিকিউরিটি প্রথম সাধারন অধিবেশনে যোগদান করেন এবং বক্তব্য রাখেন। সাধারণ অধিবেশনে বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্যমন্ত্রী মোঃ কামরুল ইসলাম ইসলামিক ওর্গানাইজেশন ফর ফুড সিকিউরিটি বিধিতে স্বাক্ষর করেন। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়। কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে উপস্থিত ছিলেন ওআইসির সেক্রেটারি জেনারেল, আইডিবির প্রেসিডেন্ট এবং ওআইসিভুক্ত দেশের মন্ত্রীগণ। চুক্তি স্বাক্ষরের পর খাদ্যমন্ত্রী খাদ্য নিরাপত্তা বিষয়ক তার বক্তব্য পেশ করেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করণে বদ্ধপরিকর। খাদ্যের সহজলভ্যতা, সুষ্ঠু ব্যবহার ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের বৃহৎ জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, আন্তরিকভাবে সচেষ্ট হলে এবং পরিকল্পনামাফিক কাজ করলে দেশকে যে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করা যায় বাংলাদেশ তার দৃষ্টান্ত। খাদ্যমন্ত্রী বলেন, ভবিষ্যত খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ মুসলিম উম্মার অন্যান্য দেশের সঙ্গে আমরা অভিজ্ঞতা বিনিময় করতে চাই। উল্লেখ্য, বাংলাদেশ পরবর্তী ৩ বছরের জন্য আইওএফএস নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে।
×