ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এআইইউবি রোবটিক ক্রু’টিম যুক্তরাষ্ট্রে যাচ্ছে প্রতিযোগিতায় অংশ নিতে

প্রকাশিত: ০৬:১৩, ২৯ এপ্রিল ২০১৬

এআইইউবি রোবটিক ক্রু’টিম যুক্তরাষ্ট্রে যাচ্ছে প্রতিযোগিতায় অংশ নিতে

স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা, সে তথ্য জানতে মাত্র কিছুদিন আগেই রোবট তৈরি করে শোরগোল ফেলে দিয়েছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) একদল শিক্ষার্থী। ‘আর্ক ৭১’ নামের রোবট নিয়ে এবার দেশের সীমানা পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে আয়োজিত ‘ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে ‘এআইইউবি রোবটিক ক্রু টিম। আগামী জুন ২ থেকে ৪ জুন অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করার জন্য যাচ্ছেন তারা। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে অবস্থিত এআইইউবি ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ড. এবিএম সিদ্দিক হোসেন, প্রকৌশল অনুষদের পরিচালক ড. আবদুর রহমান, সহকারী অধ্যাপক এবাদ জহির, পরিচালক (জনসংযোগ) মোঃ লুৎফর রহমান প্রমুখ। পরিচালক মোঃ লুৎফর রহমান এ ধরনের উন্নয়নমূলক কর্মকা-ে আর্থিকভাবে সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়ন ও বিশ্ববিদ্যালয়ের সহায়তার পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকেও এ ধরনের উন্নয়নমূলক কর্মকা-ে পৃষ্ঠপোষকতার জন্য আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে ‘এআইইউবি রোবটিক ক্রু টিমের উদ্ভাবিত ‘আর্ক ৭১’ রোবট নিয়ে নানা তথ্য তুলে ধরেন শিক্ষক-শিক্ষার্থীরা। তারা জানান, ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জের এবারের আসরে এআইইউবি থেকে অংশ নেয়া দলটির নাম ‘এআইইউবি রোবোটিক ক্রু। দলটির নেতৃত্ব দিচ্ছেন ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র মাহফুজুর রহমান। প্রতিযোগিতায় অংশগ্রহণ ও তাদের নির্মিত রোবট নিয়ে তিনি বলছিলেন, আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার।
×