ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোনাল্ডো-বেঞ্জামার খেলা নিয়ে সংশয়

প্রকাশিত: ০৬:১২, ২৯ এপ্রিল ২০১৬

রোনাল্ডো-বেঞ্জামার খেলা নিয়ে সংশয়

স্পোর্টস রিপোর্টার ॥ বিষয়টা নিয়ে বেশ ধোঁয়াশা আছে। স্প্যানিশ লা লিগার ম্যাচে ব্যথা পাওয়ার পর চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে খেলেননি রিয়াল মাদ্রিদের সেরাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এখন সান্টিয়াগো বার্নাব্যুতে শেষ চারের দ্বিতীয় লেগেও সি আর সেভেনের খেলা নিয়ে সংশয়ের কথা চাউর হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম এমনই জানাচ্ছে। এখন যেসব কথা হচ্ছে তাতে কেউই ভরসা পাচ্ছেন না। চোটের পর কোচ জিনেদিন জিদান বলেছিলেন, রোনাল্ডো খেলবেন কোন সমস্যা নেই। স্বয়ং রোনাল্ডোও টুইট করেছিলেন কোন সমসা নেই। কিন্তু সিটির বিরুদ্ধে পর্তুগীজ তারকাকে মাঠে দেখা যায়নি। ওই ম্যাচের পর আবারও জিদান জানিয়েছেন, ফিরতি লেগে রোনাল্ডোকে চান তিনি। আর রোনাল্ডোও আরেকবার টুইট করেছেন কোন সমস্যা নেই। কিন্তু ভক্ত-সমর্থকরা এসব কথা কেন বিশ্বাস করবেন। জিদান-রোনাল্ডোই যে উল্টাপাল্টা কথা বলে চলেছেন! গত ২০ এপ্রিল ভিলারিয়ালের বিরুদ্ধে লা লিগার ম্যাচে ইনজুরি আক্রান্ত হন রোনল্ডো। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে মাঠ ছাড়েন উরুতে ব্যথা নিয়ে। সেই সময় অবশ্য রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে বলা হয়েছিল, এই চোট গুরুতর কিছু না। চ্যাম্পিয়ন্স লীগ সেমিফাইনালের প্রথম লেগেও রোনাল্ডো মাঠে নামতে পারবেন। কিন্তু শেষ পর্যন্ত দর্শক হয়েই থাকতে হয় সাবেক ফিফা সেরা তারকাকে। এরপর প্রথম লেগের খেলা শেষে জিদান আবার শুনিয়েছেন আশার বাণী। বলেছেন, ‘আশা করছি রোনাল্ডো দ্বিতীয় লেগের ম্যাচের আগে সুস্থ হয়ে যাবে। কিন্তু খুব কম মানুষই ভরসা পাচ্ছেন জিদানের এ কথায়। রোনাল্ডো ইনজুরি সংক্রান্ত বিভিন্ন কথা ছড়াচ্ছেন স্প্যানিশ সংবাদমাধ্যমে। দেশটির ক্রীড়া দৈনিক ‘এএস’তে বলা হয়েছেÑ সান্টিয়াগো বার্নাব্যুতে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামার জন্য বিশেষ ধরনের চিকিৎসাসেবা নিচ্ছেন পর্তুগীজ তারকা।
×