ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজকে ট্রেন্ট বোল্টের চ্যালেঞ্জ!

প্রকাশিত: ০৬:১১, ২৯ এপ্রিল ২০১৬

মুস্তাফিজকে ট্রেন্ট বোল্টের চ্যালেঞ্জ!

স্পোর্টস রিপোর্টার ॥ কী করুণ দশা ট্রেন্ট বোল্টের। বাংলাদেশ পেসার ‘কাটার মাস্টার’র জন্য সানরাইজার্স হায়দরাবাদের ‘ডাগ আউটেই’ বসে সময় অতিক্রম করতে হচ্ছে বোল্টকে। মুস্তাফিজ একের পর এক ম্যাচে চমক দেখাচ্ছেন। বোল্টের দীর্ঘশ্বাস যেন বেড়েই চলেছে। তাইতো আর কোন উপায় না পেয়ে বলেই দিলেনÑ ‘মুস্তাফিজের চেয়েও ভয়ঙ্কর হতে পারি।’ এছাড়া যে খেলার আর কোন পথই খুঁজে পাচ্ছিলেন না নিউজিল্যান্ডের এই পেসার। নিজ থেকে তাই নিজেকে জাহির করার জন্য উঠে পড়ে লেগেছেন। এরপর যদি খেলার সুযোগ কোনভাবে ধরা দেয়।সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের কথা মনে আছে? অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক না নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট টুর্নামেন্ট সেরা হবেনÑ এ নিয়ে সে কী আলোচনা! শেষপর্যন্ত সমান ২২ উইকেট নেয়ার পরও চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়ার স্টার্কই হন টুর্নামেন্ট সেরা। এক ম্যাচ কম খেলে যে স্টার্ক ২২ উইকেট নেন। অবশ্য সেমিফাইনাল পর্যন্ত যেহেতু হিসাব ধরা হয়, সেখানে বোল্ট (২১) ১টি উইকেট বেশিই পেয়েছিলেন। স্টার্ক পেয়েছিলেন ২০ উইকেট। কিন্তু ম্যাচ একটি কম খেলাতেই স্টার্কের কপালেই টুর্নামেন্ট সেরার পুরস্কারটি জুটে। নিউজিল্যান্ডের সেরা এই পেসারের কপালে আইপিএলে ম্যাচ খেলার ভাগ্যও জুটছে না। এখানেও যেন কপালপোড়া বোল্ট। তাতে কিছুটা বিরক্তও তিনি। তাইতো বিরক্ত হয়েই জানালেন, ‘মুস্তাফিজ দলের সেরা বোলার, তবে সুযোগ পেলে তার থেকেও ভয়ঙ্কর হতে পারি।’ কিউই এই পেসার অবশ্য ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করলেও টি২০তে জাতীয় দলে এখন আর সুযোগ পান না। টি২০ বিশ্বকাপে তো একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। প্রস্তুতি ম্যাচ খেলেই তাকে সান্ত¡না খুঁজে নিতে হয়েছে। সর্বশেষ টি২০ ম্যাচ খেলেছেন পাকিস্তানের বিপক্ষে। সেই জানুয়ারিতে। এরপর বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও একটি ম্যাচও খেলা হয়নি বোল্টের। ভারতের মাটিতে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের সেরা বোলার বোল্ট।এবারের হায়দরাবাদের দলটিতে বোল্টের মতো পেসার রয়েছেন মুস্তাফিজ, বারিন্দার স্রান, ভুবনেশ্বর কুমার, আশিষ নেহারার মতো তারকারা। এই চার পেসারকেই হায়দরাবাদের হয়ে মাঠে নামতে দেখা গেলেও এখনও সুযোগ পাননি বোল্ট। এ প্রসঙ্গে তিনি জানান, ‘দলের কোয়ালিটি নিয়ে আমার কোন সন্দেহ নেই। দুর্দান্ত একটি দল খেলছে। যেখানে মুস্তাফিজ দলের সফল বোলার। ভুবনেশ্বর অসাধারণ বল করছেন। নেহারার মতো অভিজ্ঞ বোলার ফিরে এসেছেন।’ মুস্তাফিজের প্রশংসা করতে ভুলেননি বোল্ট। এখন পুরো ক্রিকেট বিশ্ব মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে। সেখানে বোল্ট সেই পথে না হেঁটে কী আর করবেন। বিপরীত কিছু বললে তোপের মুখেই পড়ে যাবেন বোল্ট। তাই মুস্তাফিজের প্রশংসা করেছেন। তবে মুস্তাফিজের সঙ্গে তার মিল কোথায় কিংবা দুই বোলারের মাঝে কোনো ভিন্নতা রয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে বোল্ট জানান, ‘আমরা দুইজনই ভিন্ন ধরনের বোলার। মুস্তাফিজ যেকোনো সময় বলের গতির পরিবর্তন করতে পারে, তার স্কিল অসাধারণ। তার ইয়র্কারগুলো সত্যিই ভয়ঙ্কর। তবে সুযোগ পেলে আমিও ভয়ঙ্কর হয়ে দেখা দেব।’
×