ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ-নিউজিল্যান্ড

প্রকাশিত: ০৬:১১, ২৯ এপ্রিল ২০১৬

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ-নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছর জুনে ইংল্যান্ডে আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট আসর। আইসিসির সে টুর্নামেন্টে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল অংশ নেবে। তবে এর আগেই নিজেদের ভালভাবে প্রস্তুতের জন্য দারুণ সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। আইসিসির সহযোগী সদস্য দেশ আয়ারল্যান্ড আয়োজন করতে যাচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। মে মাসে আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা জানিয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে নিয়ে। ২০০৬ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে বাংলাদেশ দল। এরপর ২০০৯ ও ২০১৩ সালের এ আসরে খেলার সুযোগ পায়নি। শুরুতে নকআউট বিশ্বকাপ হিসেবে বিবেচিত ১৯৯৮ সালের উদ্বোধনী আসর বাংলাদেশে আয়োজিত হয়েছিল, সেখানেও অংশ নিতে পারেনি টাইগাররা। কিন্তু গত বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির সর্বশেষ ঘোষিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৭ নম্বর অবস্থানে থাকার কারণে পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে। ২০১৭ সালের জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আসরটি। দীর্ঘ ১১ বছর পর বড় এই টুর্নামেন্টে অংশ নেয়ার আগে নিজেদের ঝালিয়ে নেয়ার দারুণ সুযোগ এসেছে বাংলাদেশ দলের জন্য। ইংল্যান্ডের সঙ্গে সামঞ্জস্য পরিবেশে খাপ খাইয়ে নেয়ার জন্য ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলার সুযোগ করে দিয়েছে আয়ারল্যান্ড। বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে নিয়ে আগামী বছর মে মাসে তারা আয়োজন করবে এ সিরিজ। আইরিশরা বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১১ নম্বরে অবস্থান করছে। এখন পর্যন্ত কোন চ্যাম্পিয়ন্স ট্রফি আসরেই খেলার সুযোগ পায়নি তারা। কিন্তু টেস্ট খেলুড়ে দেশগুলোর বিরুদ্ধে খেলে নিজেদের ক্রিকেটকে এগিয়ে নেয়ার সুযোগ তৈরি করতেই দারুণ এ পদক্ষেপ তাদের। এতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাওয়া বাংলাদেশ ও নিউজিল্যান্ডেরও সুবিধা হবে। ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম এ বিষয়ে বলেছেন, ‘অনেক সময় পেরিয়ে যায় আমরা ম্যাচ খেলার যোগ্যতা রাখলেও সেটা পাই না। বিশ্বকাপের ৪ বছরে আমরা ৯-১০টি ওয়ানডে খেলার সুযোগ পেয়ে থাকি। কিন্তু সেই পরিমাণ ম্যাচ আমরা এখন থেকে অন্তত এক বছরে খেলতে চাই। আমরা বছরের পর বছর ধরেই আমাদের খেলোয়াড়দের পরীক্ষা করার জন্য বেশি বেশি ম্যাচ খেলার আহ্বান জানিয়ে আসছি। আমরা চাই আমাদের খেলার মান ওপরের দিকে নিয়ে যেতে। নতুন নতুন ক্রিকেটভক্ত সৃষ্টি করতে চাই এবং বিনিয়োগকারীদের আকর্ষণ করতে চাই। কিন্তু সবসময় এক্ষেত্রে আমরা সমস্যায় পড়েছি। কিন্তু এখন আইসিসির নতুন চেহারার টেবিলটা পরিস্থিতির পরিবর্তন ঘটিয়েছে। সেজন্য সুযোগ এসেছে আমরা যে ধরনের কার্যক্রম চালাতে চাই সেটা করার।’ আয়ারল্যান্ডের প্রধান কোচ জন ব্রেসওয়েল নিউজিল্যান্ডের হয়ে ৪১ টেস্ট ও ৫৩ ওয়ানডে খেলেছেন। তিনিও নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। ব্রেসওয়েল সেটা নিয়ে উৎফুল্লও। তিনি বলেন, ‘এটা খুবই চমৎকার বিষয় হবে। আগামী বছরের মধ্যেই আমাদের ওয়ানডে খেলার সূচী আছে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আর এসব সিরিজ আমাদের দারুণ অভিজ্ঞতা দেবে।
×