ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফ্রিদির জন্যই ভরাডুবি!

প্রকাশিত: ০৬:০৩, ২৯ এপ্রিল ২০১৬

আফ্রিদির জন্যই ভরাডুবি!

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। এরপর এশিয়া কাপ টি২০ ও টি২০ বিশ্বকাপÑ টানা ভরাডুবি হয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের। কেন এমনটি হয়েছে? পাকিস্তানের সদ্য সাবেক হওয়া কোচ ওয়াকার ইউনুস সব দোষ ‘বুমবুম’ শহীদ আফ্রিদির ঘাড়ে চাপিয়েছেন। আফ্রিদির জন্যই পাকিস্তান ক্রিকেট দলের বেহাল দশা হয়েছে বলে মন্তব্য করেছেন ওয়াকার। বলেছেন, ‘আফ্রিদির জন্যই দলের ভরাডুবি হয়েছে।’ ওয়াকার জানিয়েছেন, ‘আমরা নিউজিল্যান্ড, এশিয়া কাপ এবং টি২০ বিশ্বকাপে হেরে যাই তার (আফ্রিদির) বাজে অধিনায়কত্বের জন্য। সে ভাল ব্যাটিং করছে না, বোলিং এবং অধিনায়কত্বও খারাপের দিকে। তাকে সাবধান করে দিয়েছিলাম। কিন্তু সে আমার কোন কথাই শুনত না। তার খারাপ পরিকল্পনা আমাদের ম্যাচ হারাত।’ ওয়াকারের অভিযোগ, খেলার পরে টিম মিটিংয়েও আসতেন না আফ্রিদি। তিনি বলেন, ‘আফ্রিদি অনেক মিটিং এবং অনুশীলনে আসেননি। একজন অধিনায়ক হিসেবে তার সামনে থেকে নেতৃত্ব দেয়ার কথা। কিন্তু সে তা করেননি। সে মোহাম্মদ নওয়াজের সঙ্গে যা করেছেন এটা একেবারেই অখেলোয়াড়সুলভ আচরণ। এতে তরুণ ওই ক্রিকেটারের আত্মবিশ্বাসটাই ভেঙ্গে গেছে।’ এদিকে পাকিস্তান ব্যাটসম্যান ইউনুস খান ক্ষমা চেয়েছেন। পাকিস্তানের ঘরোয়া লীগ বর্জন করেছিলেন পাকিস্তানী এই ক্রিকেটার। এরপর নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতেও বাধ্য হলেন। ক্ষমা চাওয়ায় এখন তাকে দলের সঙ্গে যোগ দিতে বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরোয়া ক্রিকেট বর্জন করার কা- মেনে নিতে না পারায় গত মঙ্গলবার ইউনুস খানকে কারণ দর্শাতে বলে পিসিবি। এরপরই ক্ষমা চান অভিজ্ঞ এই ক্রিকেটার। এ প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, ‘ইউনুস পাকিস্তান ক্রিকেটকে অনেক দিন ধরেই সেবা দিয়ে আসছে। পাকিস্তানে ও দেশের বাইরে তার যথেষ্ট সুনাম রয়েছে। যদিও এ ঘটনাটি ছিল দুর্ভাগ্যজনক। আমি সত্যিই আনন্দিত হয়েছি, ইউনুস নিজের ভুল স্বীকার করে নিয়েছে।’ ঘরোয়া লিগে আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি অভিজ্ঞ পাক ক্রিকেটার ইউনুস খান। শেষ পর্যন্ত ঘরোয়া ক্রিকেট বর্জন করে বাড়ি চলে যান। এমনকি এজন্য ডাকা শুনানিতেও অংশ নেননি। এর ফলে তাকে জরিমানা করে পিসিবি। অবশেষে এ ঘটনার মিটমাট হয়ে যায়। ইউনুসের বিষয়টি মীমাংসা হলেও আফ্রিদি-ওয়াকারের বিষয়টি নিয়ে যেন জল বেশি ঘোলা হয়ে চলেছে।
×