ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহাদাত হোসেন রাজিবের আকুতি

‘আমাকে খেলার সুযোগ দেয়া হোক’

প্রকাশিত: ০৬:০১, ২৯ এপ্রিল ২০১৬

‘আমাকে খেলার সুযোগ দেয়া হোক’

স্পোর্টস রিপোর্টার ॥ যতক্ষণ পর্যন্ত শিশু ও নারী নির্যাতন মামলার কোন সুরাহা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পেসার শাহাদাত হোসেন রাজিবকে ঘরোয়া লীগে খেলার অনুমতিও দিতে পারছে না। তবে শাহাদাত কোনভাবে না খেলে পারছেন না। তার যে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। খেলেই যে অর্থ উপার্জন করতে হয় তাকে। তা দিয়ে যে জীবিকা নির্বাহ করতে হয়। চালাতে হয় সংসারও। আর তাই বিসিবির কাছে আকুতি করেছেন শাহাদাত, যেন তাকে খেলার সুযোগ দেয়া হয়। সঙ্গে দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন। বলেছেন, ‘আমাকে খেলার সুযোগ দেয়া হোক।’ বৃহস্পতিবার শাহাদাত নিজেই সাংবাদিকদের বলেছেন, ‘আমি দেশের প্রতিটা মানুষের কাছে এবং ক্রিকেট বোর্ডের কাছে কৃতজ্ঞ। ক্রিকেট বোর্ড বিশেষ করে আমার জন্যে অনেক কিছু করেছে। সবচেয়ে বড় কথা ক্রিকেট বোর্ডের ঋণ আমি কোনদিনও শোধ করতে পারব না। কারণ যখন আমার খুব বাজে অবস্থা ছিল, আমি যখন ইনজুরিতে পড়েছিলাম, লিগামেন্টের ইনজুরিতে; তখন ক্রিকেট বোর্ডই আমাকে অস্ট্রেলিয়ায় পাঠিয়েছিল। আজকের শাহাদাত হোসেন আমি এই ক্রিকেট বোর্ডের জন্যেই। সবার কাছে আমি অনুরোধ করছি, বোর্ডের কাছে অনুরোধ করছি, আমাকে খেলার জন্যে একটা সুযোগ দেয়া হোক।’ এ সময় বাচ্চার কথাও উল্লেখ করে শাহাদাত বলেন, ‘আমি একজন পেশাগত ক্রিকেটার, আমার ক্রিকেট ছাড়া অন্যকিছু নেই এবং আমার একটা বাচ্চা আছে। আমার এখন খুবই কষ্ট হচ্ছে সবকিছু করতে। আমি একজন সুস্থ মানুষ। তারপরও আমি ক্রিকেট খেলতে পারছি না। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। দেশবাসীসহ সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি যেন আবার একটা সুযোগ পাই। আমি যেন আবার আগের মতো ক্রিকেট খেলতে পারি।’ শিশু ও নারী নির্যাতন মামলা এখনও শাহাদাতের ঘাড়ে আছে। যার সুরাহা হয়নি এখনও। মামলাটা কোন পর্যায়ে আছে? তা জানতে চাইলে শাহাদাত বলেন, ‘মামলাটা বিচারাধীন আছে। সাক্ষী কথা বলেছে, ২৫ তারিখে হাজিরা আছে। আমার উকিল বলেছে, আশা করি ইনশাআল্লাহ সেই দিনই একটা ভাল কিছু হবে।’ আদালতের আদেশ আছে জীবিকার তাগিদে আপনি সবকিছু করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কি বিসিবির কাছে কোন আবেদন করেছেন? শাহাদাত বলেন, ‘আদালত আমাকে এ বিষয়ে একটা লিখিত দিয়েছে; তবে তারা বলেছে এটা ক্রিকেট বোর্ড ছাড়া এটা কেউ করতে পারবে না। আর আমার এ সংবাদ সম্মেলনের উদ্দেশ্য হলো এটাই। আমি ক্রিকেট বোর্ড ও দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থী। আমার অনুরোধ তারা যেন আমাকে একটা সুযোগ দেয়। কারণ আমি অনেক কষ্টে আছি। যখন একটা ক্রিকেটার মাঠে খেলে, তখন আমার নিজের কাছে অনেক খারাপ লাগে। এটা যে কত কষ্টের আমি এখন তা বুঝতে পারছি। আমি এখন সুস্থ। আমি চাই আমি যেন আবার সেই আগের শাহাদাতের মতো খেলতে পারি। দেশকে আমার অনেক কিছু দেয়ার আছে। তো দেশকে আমি অনেক কিছু দিতে চাই। আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা সবাই আমাকে একটু সহযোগিতা করবেন। আমি যেন আবার ফিরে আসতে পারি।’ মামলা চালাতে গিয়ে আপনি হয়রানির শিকার কিনা? এমন প্রশ্ন উঠতেই শাহাদাত জানান, ‘হ্যাঁ, এটা অনেক বড় একটা হয়রানি ছিল। যেমন আমরা তিলরে তাল বানাই। হ্যাঁ, দোষ আমাদেরও ছিল। কারণ মেয়েটা আমাদের বাসা থেকে গিয়েছে এবং আমাদের কাছেই ছিল। সবচেয়ে বড় কথা আপনারা সবই জানতে পারবেন। আমি কোনদিন ওই রকম কোন কাজ করি নাই। আমারও তো বাসায় একটা মেয়ে আছে, কেন ওকে এরকমভাবে মারতে যাব। আমার কাছে সব ডকুমেন্টস আছে। একদিন আমি আপনাদের সবার কাছে এটা বলব।’ যদি শাহাদাতকে খেলতে দেয়া হয় তাহলে মোহামেডানেই খেলার সম্ভাবনা রয়েছে।
×