ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাজী গোলাম মুর্তজা যমুনা ব্যাংকের চেয়ারম্যান

প্রকাশিত: ০৫:৫৯, ২৯ এপ্রিল ২০১৬

গাজী গোলাম মুর্তজা যমুনা ব্যাংকের চেয়ারম্যান

গাজী গোলাম মুর্তজা বুধবার ২৮৬তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দেশখ্যাত শিল্প প্রতিষ্ঠান গাজী গ্রুপের একজন পরিচালক ও দেশের আইটি সেক্টরের উন্নয়নে অন্যতম পথিকৃৎ। জনাব মুর্তজা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন অন্যতম পরিচালক, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) এর চেয়ারম্যান এবং গাজী গ্রুপ ক্রিকেটার্সের সভাপতি। -বিজ্ঞপ্তি। আব্দুস সালাম এআইবিএলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালক পর্ষদের ২৯১তম সভায় সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হন। মোহাম্মদ আব্দুস সালাম বন্দরনগরী চট্টগ্রামের একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মীর আহমেদ সওদাগরের পুত্র। -বিজ্ঞপ্তি জয়পুরহাটে ৪০ দিনব্যাপী কুটির শিল্প মেলা শুরু জয়পুরহাট প্রেসক্লাবের উদ্যোগে জয়পুরহাটে তালেবুল ইসলাম রাইচ মিল প্রাঙ্গণে ৪০ দিনব্যাপী বস্ত্র, হস্ত ও ক্ষুদ্র কুটির শিল্প মেলা শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুর রহিম, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, জয়পুরহাট চেম্বার অব কমার্সের নির্বাহী কমিটির সদস্য এম এ করিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ এবং মেলা কমিটির আহ্বায়ক প্রভাষক আব্দুল আলীম। -নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ভারতে এ্যাপলের খুচরা বিপণি খোলায় বাধা কাটল ভারতে এ্যাপলের নিজস্ব ব্যান্ডের খুচরো বিপণি খোলায় বাধা অনেকটা কাটল। সরকারী কমিটির সুপারিশ, আইপ্যাড, আইফোন তৈরির সংস্থা এ্যাপলকে এই বিপণি খোলায় বাধ্যতামূলকভাবে স্থানীয় সংস্থার কাছ থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনতে হবে না। প্রত্যক্ষ বিদেশী লগ্নির নিয়মানুযায়ী একক ব্র্যান্ডের খুচরো বিপণির ক্ষেত্রে সরকার অনুমতি দিলে এটা সম্ভব। শিল্পনীতি ও উন্নয়ন সংক্রান্ত দফতরের সচিব রমেশ অভিষেকের কাছে এর আগে অ্যাপল উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেছিল, তাদের কতটা উঁচু মানের প্রযুক্তির প্রয়োজন। তার ভিত্তিতেই এই সুপারিশ জানাল কমিটি। দফতরের তরফে শীঘ্রই এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠানো হবে। এদিকে ভারতের বাজারকে ‘সত্যিই বিপুল সম্ভাবনাময়’ বলে নিউইয়র্কে মন্তব্য করেছেন এ্যাপল সিইও টিম কুক। সংস্থার আর্থিক ফলাফল জানাতে গিয়ে তিনি বলেন, ভারতে স্মার্টফোনের বাজার তৃতীয় বৃহত্তম। -অর্থনৈতিক রিপোর্টার
×