ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুনীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ॥ শিক্ষক সমিতি

প্রকাশিত: ০৫:৪৩, ২৯ এপ্রিল ২০১৬

খুনীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ॥ শিক্ষক সমিতি

স্টাফ রিপোর্টার, রাজশাহী/রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজী বিভাগের শিক্ষক অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকা-ের ষষ্ঠ দিনেও শিক্ষার্থীদের তীব্র আন্দোলন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষোভ-মিছিল, সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন ধরনের প্রতীকী প্রতিবাদের আয়োজন করে রাবি শিক্ষার্থীরা। এদিকে অধ্যাপক রেজাউলের খুনীদের ধরতে সাত দিনের আল্টিমেটাম দিয়ে কর্মসূচী স্থগিতের পর বৃহস্পতিবার থেকে আবারও আন্দোলনে ফিরেছে রাবি শিক্ষক সমিতি। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালনের পাশাপাশি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। শিক্ষক হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে নির্মিত ‘মুকুল মঞ্চ’ থেকে শোক র‌্যালি বের করে ইংরেজী বিভাগ। এতে সংহতি প্রকাশ করে যোগ দেয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত, নৃবিজ্ঞান, নাট্যকলা, আন্তর্জাতিক সম্পর্ক, বাংলা, ইতিহাস ও চারুকলা বিভাগ। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয়। এরপর সেখান থেকে শহীদুল্লাহ কলা ভবনের সামনে মুকুল মঞ্চের সামনে জড়ো হয় তারা। সেখানে রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করে। সমাবেশ শেষে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়, বিভাগীয় পুলিশ কমিশনারের কার্যালয়, র‌্যাব-৫ এর কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেয় ইংরেজী বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অনুষ্ঠিত হয় রাবি শিক্ষক সমিতির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। এতে সমিতির সভাপতি ও ইংরেজী বিভাগের শিক্ষক ড. মোঃ শহীদুল্লাহ বলেন, আমরা একটি আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছিলাম। কিন্তু রেজাউল করিম হত্যায় আজ ক্যাম্পাসের শিক্ষার্থীসহ পুরো দেশ উত্তাল। সেখানে আমরা ঘুমিয়ে থাকতে পারিনি। তাই জরুরী সভা ডেকে আন্দোলনে নেমেছি। খুনীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা প্রতিদিনই বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান ধর্মঘট ও মানববন্ধন করব। মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল বলেন, পুলিশ প্রশাসন এখন পর্যন্ত কোন কূলকিনারায় পৌঁছতে পারেনি। এর আগেও আমরা শিক্ষককে হারিয়েছি তারও কোন কূলকিনারা পাইনি। পুলিশ বার বার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ভাষা বিভাগের শিক্ষক ড. বীথিকা বণিক বলেন, ‘আমরা একের পর এক শিক্ষককে হারাচ্ছি। কিন্তু কোনটারই কোন সুরাহা হচ্ছে না। আমাদের জীবনের কোন নিশ্চয়তা নেই। আমরা জানি না, কর্মজীবন শেষ করে অবসরে যেতে পারব কিনা, নাকি তার আগেই চাপাতির আঘাতে শেষ হয়ে যাব। অধ্যাপক রেজাউল করিম হত্যাকা-ের বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের মানববন্ধন করেছে রাবি ছাত্রলীগ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলা বিভাগ, হিসাববিজ্ঞান বিভাগ পৃথকভাবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কাজলায় মানববন্ধন করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী নগরীর শালবাগান এলাকায় বাসা থেকে মাত্র ১৫০ গজ দূরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করা হয়। শিবির নেতা ৪ দিনের রিমান্ডে ॥ শিক্ষক হত্যাকা-ের ঘটনায় গ্রেফতার শিবির নেতা হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার বিকেলে মহানগর হাকিম আদালত-১ এ রিমান্ড শুনানি শেষে বিচারক মোকসেদা আজগর তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউল সাদিক। তিনি বলেন, হাফিজুর রহমান নগরীর ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি এবং বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। গত রবিবার তাকে আটক করা হয়। পরের দিন তাদের সাতদিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে চালান দেয়া হয়। বৃহস্পতিবার বিকেলে রিমান্ডের আবেদনের শুনানি শেষে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে, শিক্ষক হত্যার ঘটনায় গ্রেফতার রায়হান আলী ও খায়রুল ইসলামকে সাত দিনের রিমান্ডে আবেদন করে বৃহস্পতিবার বিকেলে আদালতে চালান দেয়া হয়েছে। আদালত আগামী সোমবার রিমান্ডে আবেদনের দিন ধার্য করে তাদের কারাগারে পাঠায়।
×