ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৩৫, ২৯ এপ্রিল ২০১৬

ঝলক

চড়াও প্রিয়াঙ্কা মুসলিমবিরোধী অবস্থানের কারণে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চড়াও হলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প রিপাবলিকানদের হয়ে প্রার্থিতা প্রত্যাশী। যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসীদের প্রবেশ নিষিদ্ধের পক্ষে ট্রাম্পের অবস্থানের কড়া সমালোচনা করেছেন তিনি। টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় থাকা ব্যক্তিদের সম্মানিত করতে আয়োজিত টাইম ওয়ান হান্ড্রেড গালায় অংশ নিয়ে প্রিয়াঙ্কা বলেন, আমি মনে করি যে, কারও ওপরই আপনি নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারেন না। সব মানুষকে একই ছকে ফেলে বিবেচনা করাটা আদিম ধারার চিন্তা। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদবিরোধী লড়াই এত বেশি জটিল হয়ে পড়েছে যে আর একে আড়াল করা যাবে না। উল্লেখ্য, মার্কিন টিভি সিরিজ কোয়ানটিকো নির্মিত হয়েছে সন্ত্রাসবিরোধী লড়াইকে উপজীব্য করে। সিরিজটিতে এফবিআই এজেন্ট এ্যালেক্স প্যারিসের ভূমিকায় দেখা যায় প্রিয়াঙ্কাকে। পাশাপাশি প্রথমবারের মতো হলিউডের ছবিতেও অভিনয় করছেন এ বলিউড তারকা। পরিবেশবাদী কনে! বিশ্বের সর্বত্রই সোচ্চার পরিবেশবাদীরা। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক উষ্ণতার অস্বাভাবিক বৃদ্ধিই এমন পরিবেশ সচেতনতার মূল কারণ। ইদানীং পণ্যের বাজারে গেলেই শব্দটির ঢালাও ব্যবহার লক্ষ্য করা যায়। ইদানীং সব পণ্যের সঙ্গেই যুক্ত হয় পরিবেশবান্ধব শব্দটি। কিন্তু পরিবেশবান্ধব কনে বিষয়টি সম্ভবত নতুন ও বিরল। কেননা সুপ্রাচীনকাল থেকে বিয়ের সামগ্রীতে শাড়ি-গয়না পাওয়ার বাসনা থাকে সব মেয়েরই। অথচ প্রিয়াঙ্কা ভাদেরিয়া শোনালেন গাছ লাগানোর বায়না! তাও একটি-দুটি নয়Ñ গুনে গুনে দশ হাজার! এমনই বিস্মৃত ঘটনা ঘটল ভারতের মধ্য প্রদেশের ভিল্ড জেলায়। এ অঞ্চলের রীতি অনুযায়ী পাত্রীর কাছে জানতে চাওয়া হয় বিয়েতে তার কি উপহার চাই? সে রীতি অনুসরণ করেই প্রিয়াঙ্কার হবু স্বামী তার কাছে মনের ইচ্ছা জানতে চাইলে এমন বিস্মৃত উত্তর দেন হবু কনে। উল্লেখ্য, বর্তমানে ভারতের অর্ধেকেরও বেশি অঞ্চল খরায় কবলিত। খরায় বেশি বেশি গাছের প্রয়োজনীয়তা সবার কাছেই তীব্র।
×