ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১০ ধনী দম্পতি ॥ ছবির গল্প

প্রকাশিত: ০৪:১৬, ২৯ এপ্রিল ২০১৬

১০ ধনী দম্পতি ॥ ছবির গল্প

১. বিশ্বের ধনী দম্পতিদের মধ্যে প্রথমেই নাম রয়েছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং তার স্ত্রী মেলিনডা গেটস। তাদের মোট সম্পদের পরিমাণ ৮৫ দশমিক ৭ বিলিয়ন ডলার। ২. দ্বিতীয় অবস্থানে রয়েছে, স্পেনের ব্যবসায়ী ও গ্লোবাল ফ্যাশন হাউস ‘জারা’র প্রতিষ্ঠাতা আমানচিও ওরতেগা গানা এবং তার স্ত্রী ফ্লোরা পেরেজ মারকোট। তাদের মোট সম্পদের পরিমাণ ৭০ দশমিক ৭ বিলিয়ন ডলার। ৩. তৃতীয় অবস্থানে রয়েছেন মার্কিন ব্যবসায়ী ও বিনিয়োগকারী ওয়ারেন বাফেট ও তার স্ত্রী এ্যাস্ট্রিড মেনকস। তাদের মোট সম্পদের পরিমাণ ৬৫ বিলিয়ন ডলার। ৪. চতুর্থ অবস্থানে রয়েছেন মার্কিন ব্যবসায়ী ও শিল্পপতি ডেভিড ও জুলিয়া কোচ। তাদের মোট সম্পদের পরিমাণ ৪৭ দশমিক ৫ বিলিয়ন ডলার। ৫. পঞ্চম অবস্থান দখল করে আছেন মার্কিন ব্যবসায়ী ও শিল্পপতি চার্লস এবং এলিজাবেথ কোচ। চার্লস এবং এলিজাবেথ কোচের মোট সম্পদের পরিমাণ ৪৭ দশমিক ৪ বিলিয়ন ডলার। ৬. ষষ্ঠ অবস্থানে রয়েছে, চীনের পুঁজিপতি ও হোটেল ব্যবসায়ী ওয়াং জিয়ানলিং এবং তার স্ত্রী লিন নিং। তাদের মোট সম্পদের পরিমাণ ৪০ দশমিক ৭ বিলিয়ন ডলার। ৭. এ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বিজস এবং তার ম্যাকেনজি বিজস সপ্তম অবস্থানে রয়েছেন। তাদের মোট সম্পদের পরিমাণ ৩৯ দশমিক ৪ বিলিয়ন ডলার। ৮. অষ্টম অবস্থানে রয়েছেন ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নালট এবং তার স্ত্রী হেলেন মারসিয়ার। তাদের মোট সম্পদের পরিমাণ ৩৮ দশমিক ৭ বিলিয়ন ডলার। ৯. নবম অবস্থান ধরে রেখেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এবং তার স্ত্রী প্রিসিলা চ্যান। তাদের মোট সম্পদের পরিমাণ ৩৮ দশমিক ৫ বিলিয়ন ডলার। ১০. দশম অবস্থানে রয়েছেন মার্কিন ব্যাংকার জন ওয়ালটন ও তার স্ত্রী লিন ওয়ালটন। তাদের মোট সম্পদের পরিমাণ ৩৬ দশমিক ২ বিলিয়ন ডলার।
×