ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গরমে শিশুদের পোশাক

প্রকাশিত: ০৪:১৩, ২৯ এপ্রিল ২০১৬

গরমে শিশুদের পোশাক

হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ্দুর এবারের গ্রীষ্ম যেন এভাবেই তার রূপ পাল্টাচ্ছে। বৃষ্টি হলেও গ্রীষ্মের দাবদাহ যেন ক্রমেই বাড়ছে। এই গরমে তাই পথচলাই যেন দুঃসহ ব্যাপার। সে ক্ষেত্রে ছোট্ট সোনামণিদের অবস্থা যেন আরও বেশি শোচনীয়। গরমের তীব্রতায় বাড়তি নজর দিতে ছোটদের প্রতি। বিশেষ করে পোশাক আশাকে তো অবশ্যই। সকালবেলা থেকেই ছোট্ট স্কুলে যাওয়া থেকে শুরু করে সারাটা দিন পাড়ি দিতে যেন হিমশিম খেয়ে যায়। প্রাইভেট টিউশন, খেলাধুলা, ঘুরে বেড়ানো সবকিছুতেই সজাগ দৃষ্টি রাখতে হয় তাদের প্রতি। যেন সহজেই ক্লান্ত হয়ে না পড়ে। তার মধ্যে পোশাকটি যদি আরামদায়ক না হয় তাহলে তো কথাই নেই। পড়তে হয় নানা রকম সমস্যায়। তাছাড়া বাচ্চাদের তক খুবই সেনসেটিভ। সব পোশাক তাদের গায়ে সুট করে না। যে কারণে অভিভাবকরা পড়ে যান টেনশনে। তবে বর্তমান ফ্যাশন ট্রেন্ডের অগ্রগতি এ ভাবনা অনেকটাই দূর করেছে। প্রত্যেকটি ফ্যাশন হাউস ঋতুভিত্তিক পোশাক বাজারে নিয়ে এসেছে। অর্থাৎ যে ঋতুতে যে পোশাকটি মানানসই তা এখন হাতের কাছেই মিলবে। ছোট-বড় সবার জন্যই থাকছে গ্রীষ্মকালীন পোশাকের সমাহার। তাছাড়া ছোটদের ড্রেসে নেয়া হয় বাড়তি যতœ। কারন সব ধরনের কাপড়ে বাচ্চারা কমফোর্ট ফিল করে না। রীতিমতো গবেষণা করে কাপড় সিলেক্ট করে প্রস্তুত করা পোশাক। নজর দেয়া হয় পোশাকের রঙের প্রতিও। একটা সময় ধারণা ছিল বাচ্চাদের উজ্জ্বল পোশাকেই বেশি মানাবে সেটা যে ঋতুই হোক না কেন। কিন্তু সে ধারণা পাল্টে গেছে। কারণ এই গরমে কোন বাচ্চাকে যদি উজ্জ্বল রঙের পোশাক পরানো হয় তাহলে তা দেখতে খুবই দৃষ্টি কটূ হবে। বর্তমান ফ্যাশন ট্রেন্ডের ধারণা অনেকটাই পাল্টে গেছে। বাচ্চাদের পোশাকও এর বাইরে নয়। কোন ঋতুতে কোন কাপড় মানাবে কিংবা কোন ডিজাইন বা রঙের হবে তা নিয়ে ফ্যাশন হাউসগুলো এখন সচেষ্ট থাকে। এর বাইরেও কোন পোশাকটি কোন ক্ষেত্রে মানাবে তাও সিলেক্ট করা থাকে ফ্যাশন হাউসে। অর্থাৎ এই গরমে পার্টি ড্রেস কেমন হবে, ক্যাজুয়াল কিংবা খেলাধুলার সময় কোন ড্রেসটা পরা উচিত এ ধরনের সাজেশনও ফ্যাশন হাউসগুলো থেকে পাওয়া যায়। যে কারণে বর্তমান সময়ের অভিভাবকরা অনেকটাই দুশ্চিন্তামুক্ত বাচ্চাদের পোশাকের ব্যাপারে। গরমে বাচ্চাদের জন্য কটন, এ-ি কটন কিংবা লিলেন বেশ মানানসই। তবে পার্টি ড্রেসে সিল্কের প্রভাবও লক্ষণীয়। সফট সিল্ক বাচ্চাদের সঙ্গে মানিয়ে যায় বেশ। তাছাড়া কালারফুল হওয়াতে পার্টিতেও মানিয়ে যায় অনায়েসে। হাতাকাটা ড্রেসের সংখ্যাই বেশি। টি-শার্ট, ফতুয়া, টপস্, কিংবা ফ্রক সবই এখন সিøভলেস। যা বাচ্চাদের জন্য আরামদায়ক। গাজী ভবন, আড়ং, অঞ্জন’স, কে-ক্র্যাফট, গ্রামীণ ঐতিহ্য, পলওয়েল, ইস্টার্ন প্লাস, ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটিসহ বিভিন্ন শপিং মলে দেখা মিলবে আকর্ষণীয় বাচ্চাদের পোশাক। দামও হাতের নাগালে। ফ্যাশন ডেস্ক ছবি : আজিম এলাহী মডেল : সানিয়া, আজিম, অহনা, আঁখি, জাওয়াদ ও আফরিন
×