ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষিকা আহত

প্রকাশিত: ০৪:০৭, ২৯ এপ্রিল ২০১৬

ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষিকা আহত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর রহমতগঞ্জ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন এক স্কুলশিক্ষিকা। তার নাম প্রিয়াঙ্কা চৌধুরী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘটে এ ঘটনা। জানা যায়, পরিস্থিতির শিকার প্রিয়াঙ্কা চৌধুরী নগরীর কদম মোবারক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি তার বাসা থেকে বেরিয়ে রিক্সাযোগে লাভ লেন মোড় এলাকায় অবস্থিত স্কুলের দিকে যাচ্ছিলেন। জেএমসেন হলের সামনে এক যুবক তার রিক্সার গতিরোধ করে। সে শিক্ষিকার গলার চেন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় প্রিয়াঙ্কা বাধা দিতে চাইলে তাকে ছুরিকাঘাত করে চেনটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। চট্টগ্রামে ৪ ডাকাত গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর চান্দগাঁও থানার হামিদচর এলাকা থেকে আন্তঃজেলার ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম। বৃহস্পতিবার ভোরে এ অভিযান পরিচালিত হয়। চান্দগাঁও থানা পুলিশ জানায়, গ্রেফতার করা এ চারজন একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা নগরী ও জেলার বিভিন্ন স্থানে ডাকাতি করে বেড়াত। মাদক বিক্রেতা আটক নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৮ এপ্রিল ॥ রূপগঞ্জে ইয়াবাসহ মোঃ ইব্রাহীম হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার তারাব পৌরসভার তারাব সুলতানবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। ইব্রাহীম হোসেন তারাব সুলতানবাগ এলাকার মৃত মোবারক মিয়ার ছেলে। ১শ’ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৮ এপ্রিল ॥ শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে প্রায় ১শ’ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে আটটার দিকে কাওড়াকান্দি ফেরিঘাট থেকে এ স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। জানা গেছে, বুধবার সন্ধ্যায় অপরিচিত ব্যক্তি মাওয়া যাওয়ার উদ্দেশে কাওড়াকান্দি স্পিডবোট ঘাটে আসে। নওগাঁয় ওসির অপসারণ দাবি নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৮ এপ্রিল ॥ মহাদেবপুর উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের আদিবাসী কিশোরীকে ধর্ষণের ঘটনার ১১ দিনেও কোন আসামিকে গ্রেফতার না করায় এবং থানায় মামলা করতে গেলে ধর্ষিত কিশোরীর মাকে থানার ওসি লাঞ্ছিত করার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার উদ্যোগে নওগাঁ শহরের মুক্তির মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছে। জাতীয় অদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ভারত পাহান এতে সভাপতিত্ব করেন।
×