ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজ ভয়াল ২৯ এপ্রিল

উপকূলবাসীর স্বজন হারানোর দিন

প্রকাশিত: ০৪:০৬, ২৯ এপ্রিল ২০১৬

উপকূলবাসীর স্বজন হারানোর দিন

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ আজ সেই ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১সালের এদিনে কক্সবাজারসহ দেশের উপকূলের উপর দিয়ে বয়ে গেছে শতাব্দীর মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। এতে সরকারী হিসেবে ১ লাখ ৪০ হাজার মানুষের প্রাণহানি এবং দশ হাজার কোটি টাকার সম্পদ ক্ষতি হয়েছিল দেশে। প্রতিবছর এদিনটির স্মৃতি মনে পড়লে উপকূলবাসী শিউরে উঠেন এবং স্বজন হারানোর শোকে শোকাতুর হয়। প্রলয়ঙ্করী ওই ঘূর্ণিঝড় ল-ভ- কক্সবাজারে উপকূলে সেদিনের কথা মনে পড়লে এখনও আতঙ্কিত হয়ে পড়ে স্বজনহারা ব্যক্তিরা। এদিনকে স্মরণ রেখে স্বজন হারানোদের ঘরে ঘরে আজ খতমে কোরান, চেহলাম ও মিলাদ মাহফিল ইত্যাদি আয়োজন করা হয়েছে। কক্সবাজারের উপকূলে অনেক গ্রাম ২৯ এপ্রিলের স্মৃতি বহন করছে এখনও। অনেক ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি, গাছ-পালা, পথ-ঘাট যেন ২৯ এপ্রিলের ভয়াবহতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বিলীন হয়ে যাওয়া বেড়িবাঁধ উঁচু করে নির্মাণের পাশাপাশি উপকূল সুরক্ষার দাবি জানিয়েছেন ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ। স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, আজ সেই ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এই দিনে প্রলঙ্করী ঘূর্ণিঝড়ে বিরান জনপদে পরিণত হয়েছিল বৃহত্তর চট্টগ্রামের উপকূলীয় এলাকায় প্রাণহানি ঘটেছিল লক্ষাধিক মানুষের। সেদিন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল গবাদি পশু ও ক্ষেতের ফসলের। দিনটির কথা স্মরণ করতে এখনও শিউরে উঠে চট্টগ্রামের সন্দ্বীপ, আনোয়ারা, বাঁশখালী, সীতাকু-, মীরসরাইসহ সাগর তীরবর্তী এলাকার অধিবাসীরা। দিনটি স্মরণে সন্দ্বীপ এ্যাসোসিয়েশন চট্টগ্রাম ও আমরা সন্দ্বীপবাসী এর যৌথ উদ্যোগে শুক্রবার সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়াস ইনস্টিটিউট সেমিনার হলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শিক্ষার নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন ॥ নাহিদ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার নিরাপত্তা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আইনীভাবে শিক্ষায় আঘাতকারীদের মোকাবেলা করে বিচারের সম্মুখীন করতে হবে। এ ব্যাপারে যথাসম্ভব সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে। বৃহস্পতিবার সিলেটের আদালত প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথাগুলো বলেন। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব কোন নিরাপত্তা বাহিনী নেই যে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান করবে। পুলিশের সহায়তা নিয়ে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। এর আগে জাতীয় আইনগত দিবস উপলক্ষে সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারির সভাপতিত্বে লিগ্যাল এইড অফিসার তসলিমা শারমিনের পরিচালনায় আদালত প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
×