ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

প্রকাশিত: ০৪:০৬, ২৯ এপ্রিল ২০১৬

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় বরিশালে শিশু, গোপালগঞ্জে হেলপার ও আমতলীতে আরোহী নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বরিশাল ॥ গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মিয়ারচরে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে নসিমনের চাপায় ঘটনাস্থলেই মীম আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত মীম কুরিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী ও মুন্সীগঞ্জ সদরের আবুল হোসেনের কন্যা। সে কুরিরচর গ্রামের তার নানা ওমর আলী হাওলাদারের বাড়িতে থেকে পড়াশোনা করত। তার মা জীবিকার তাগিদে সম্প্রতি সৌদি আরবে গমন করেছেন। গোপালগঞ্জ ॥ ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের ঘোনাপাড়া মোড়ে একটি তেলবাহী-ট্রাক উল্টে হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনাগামী ওই ট্রাকটি ঘোনাপাড়া মোড়ে আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই হেলপার জালাল (৩৫) নিহত হয়। নিহতের বাড়ি খুলনার খালিশপুর এলাকায়। আমতলী, বরগুনা ॥ আমতলী-কলাপাড়া সড়কের মানিকঝুড়িতে বুধবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউসুফ মিয়া (৩৫) নামের এক আরোহী নিহত হয়েছে। জানা গেছে, আমতলী থেকে মোটরসাইকেলে বুধবার সন্ধ্যায় ইউসুফ মিয়া গ্রামের বাড়ি ছোট নীলগঞ্জ যাচ্ছিল। তাকে বহন করা মোটরসাইকেলটি ওই স্থানে এলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে আরোহী রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×