ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মামলার ভয়ে পুলিশের বিয়ে

প্রকাশিত: ০৪:০৬, ২৯ এপ্রিল ২০১৬

মামলার ভয়ে পুলিশের বিয়ে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে এক আওয়ামী লীগ নেতার মধ্যস্থতায় ২৫ ঘণ্টা পর নির্যাতিত এসএসসি পরীক্ষার্থীকে বিয়ে করল কোতোয়ালি থানার ওয়্যারলেস অপারেটর। জানা যায়, শহরের চারুবাবুর মোড়ে মঙ্গলবার রাত ৮টায় পাটুয়াপাড়া এলাকার জাহিদুল ইসলামের এসএসসি পরীক্ষার্থী মেয়ে তামান্না আখতার নিশাকে কোতোয়ালি থানায় কর্মরত ওয়্যারলেস অপারেটর মোস্তফা কামাল মোটরসাইকেলে জোরপূর্বক ওঠানোর চেষ্টা করে। নিশা যেতে আপত্তি করলে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। আহত নিশাকে এলাকার লোকজন দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় নিশার বাবা জাহিদুল ইসলাম কোতোয়ালি থানায় মামলা দায়ের করতে গেলে ওসি খালেকুজ্জামান মামলা গ্রহণ না করে ঘটনাটি অভিযোগ হিসেবে রেকর্ড করেন। ঘটনার ২৫ ঘণ্টা পর বুধবার রাত ৯টায় নিশা ও জাহিদের পরিবারের সম্মতিতে শহরের রায়সাহেব বাড়িতে দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের নেতার কার্যালয়ে ও তার মধ্যস্থতায় বিয়ে সম্পন্ন হয়। রংপুর ও গাইবান্ধায় বজ্রপাতে নিহত চার ॥ আহত ৫ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ফসলের মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঘটনাটি ঘটে রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের ফেডারেশন বাজার এলাকায়। নিহতরা হলো কাফ্রিখাল ফেড়ারেশন বাজার এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মোজাম্মেল হক (৫০) ও খায়রুজ্জামানের ছেলে জাবেদ আলী (৪৮)। আহত দুজন হলো একই এলাকার সিরাজুল ও তার স্ত্রী মুন্নী বেগম। নিজস্ব সংবাদদতা, গাইবান্ধা থেকে জানান, ফুলছড়ি উপজেলার এরেন্ডবাড়ি ইউনিয়নের জিগাবাড়ী ঘোন এলাকায় যমুনা নদীতে বুধবার রাত ১০টায় বজ্রপাতে গোলাপ উদ্দিন (৪০) ও ভিক্ষু মিয়া (৩৭) নামে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় নৌকার মাঝি মোজাম্মেল হকসহ দুজন আহত হয়। গোলাপ উদ্দিন ওই উপজেলার ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়ামাড়ি গ্রামের মৃত জহির উদ্দিন ম-লের ছেলে ও ভিক্ষু মিয়া একই ইউনিয়নের পূর্ব খাটিয়ামাড়ি গ্রামের মৃত হাছেন প্রামাণিকের ছেলে।
×