ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়

আঞ্চলিক ৬ কেন্দ্রে শিক্ষক প্রশিক্ষণ হবে ॥ উপাচার্য

প্রকাশিত: ০৪:০৫, ২৯ এপ্রিল ২০১৬

আঞ্চলিক ৬ কেন্দ্রে শিক্ষক প্রশিক্ষণ হবে ॥ উপাচার্য

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৮ এপ্রিল ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, শিক্ষার মানোন্নয়নে যোগ্য শিক্ষক নিয়োগ ও শিক্ষক প্রশিক্ষণের বিকল্প নেই। বর্তমানে কেন্দ্রীয়ভাবে গাজীপুর থেকে প্রতিমাসে তিনটি বিষয়ে গড়ে ১২০ কলেজ শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করছেন। দেশের বিভাগীয় শহরে ৬টি আঞ্চলিক কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের অনেক কার্য বিকেন্দ্রীকরণ করা হয়েছে। এ ৬টি স্থায়ী আঞ্চলিক কেন্দ্র গড়ে তোলার পর গাজীপুরের পাশাপাশি সে সব কেন্দ্রেও কলেজশিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আঞ্চলিক কেন্দ্র স্থাপনের পর জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনা আরও গতিশীল হবে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের অনেক সেবা সকলের দোরগোড়ায় পৌঁছে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজশিক্ষকদের ১০১তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার অনুষ্ঠিত সনদ বিতরণ উপাচার্য এসব কথা বলেন। রাজাকারের নামে সড়কের নামফলক ভেঙ্গে নতুন ফলক স্থাপন নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৮ এপ্রিল ॥ নগরকান্দা উপজেলার তালমার মোড় থেকে হাটকৃষ্ণপুর যাতায়াতের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিইডি) মালিকানাধীন সড়কে রাজাকারের নামে স্থাপিত নামফলক ভেঙ্গে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ওই সড়কে নামফলকে লেখা ছিল ‘ওয়াহেদ সরদার সড়ক’। ওয়াহেদ সরদার মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করেছিল এবং পাকিস্তানী বাহিনীর সহায়তা করেছিল। এর আগে বেলা ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে তালমার মোড় এলাকায় নগরকান্দা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ।
×