ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষ ॥ বৃষ্টির জন্য মোনাজাত

প্রকাশিত: ০৪:০৫, ২৯ এপ্রিল ২০১৬

রাজশাহীতে তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষ ॥ বৃষ্টির জন্য মোনাজাত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে তাপমাত্রা এ বছরের শীর্ষে অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। দীর্ঘ তাপমাত্রার স্থিতিবস্থায় গরমে নাভিশ^াস উঠেছে মানুষের। বিশেষ করে কর্মজীবী মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। স্বাভাবিক কাজকর্মেও নেমে এসেছে স্থবিরতা। এদিকে তীব্র তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (ইস্তেস্কা) আদায় করা হয়েছে রাজশাহীতে। বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর শাহ মখদুম (রহ) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই নামাজের আয়োজন করে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। নামাজে ইমামতি করেন নগরীর সোনাদীঘি জামে মসজিদের খতিব শেখ তৈয়বুর রহমান নিযামী। নামাজে রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযিম ছাড়াও অংশ নেন প্যানেল মেয়র-২ একেএম রাশেদুল হাসান টুলুসহ কয়েক হাজার মুসল্লি অংশ নেন। জানা গেছে, রাজশাহীতে সর্বশেষ বৃষ্টিপাত হয় গত ৬ এপ্রিল। তারপর থেকে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এখানে। তীব্র তাপপ্রবাহে মানুষের পাশাপাশি অতিষ্ঠ হয়ে উঠেছে পক্ষীকুলও। প্রতিদিন ৩৯ থেকে ৪০ ডিগ্রী তাপমাত্রা বিরাজ করছে এ অঞ্চলে। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানিয়েছেন, গত প্রায় এক মাস ধরেই রাজশাহী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮, ৩৯ ও ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এর মধ্যে কয়েকদিন ৪০ ডিগ্রীও অতিক্রম করেছে। গত ২৩ এপ্রিল বেলা ৩টায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। একই তাপমাত্রা রেকর্ড করা হয় বৃহস্পতিবার বিকেলে। এদিকে চলমান তাপপ্রবাহ ও দীর্ঘ খরার কবলে উত্তরাঞ্চলের আম, লিচু ও পাটের ক্ষেত নিয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষক। গাছেই শুকিয়ে যাচ্ছে লিচু আর আমের গুটি। খরায় পাটের ক্ষেতও নুইয়ে পড়ছে। কৃষকরা জানান, এই সময়ে একটা বৃষ্টিপাতের খুব দরকার। উত্তরের কৃষকরা একটু স্বস্তির বৃষ্টির অপেক্ষায় চেয়ে রয়েছেন আকাশের দিকে।
×