ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহড়া শেষে ইন্দোনেশিয়া থেকে ফিরল ‘সমুদ্র অভিযান’

প্রকাশিত: ০৪:০৪, ২৯ এপ্রিল ২০১৬

মহড়া শেষে ইন্দোনেশিয়া থেকে ফিরল ‘সমুদ্র অভিযান’

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ তিনটি আন্তর্জাতিক মহড়ায় অংশগ্রহণ শেষে ইন্দোনেশিয়া হতে দেশে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘সমুদ্র অভিযান।’ বৃহস্পতিবার জাহাজটি চট্টগ্রাম নৌঘাঁটিতে এসে পৌঁছায়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার রিয়ার এডমিরাল আখতার হাবীব, কমান্ডার বিএন ফ্লিট কমডোর শেখ আরিফ মাহমুদ এবং নৌবাহিনীর দায়িত্বশীল উচ্চপদস্থ কর্মকর্তা এবং জাহাজে গমনকারী অফিসার ও নাবিকদের পরিবারের সদস্যরা। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর সূত্রে জানানো হয়, পেদাং এ অনুষ্ঠিত ‘১৫তম ওয়েস্টার্ন প্যাসিফিক নেভাল সিম্পোজিয়াম’, ‘২য় মাল্টিলেটারাল নেভাল এক্সারসাইজ কমোডো’ এবং ‘ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০১৬’ এ অংশগ্রহণ করে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’। গত ১১ এপ্রিল হতে ১৬ এপ্রিল অনুষ্ঠিত হয় এ মহড়া। বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ ২০৩ জন নৌসদস্য নিয়ে এতে যোগ দেয়। আন্তর্জাতিক এই মহড়ায় বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ ২১টি সদস্য রাষ্ট্র ও বিভিন্ন পর্যবেক্ষক রাষ্ট্রের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং হেলিকপ্টার অংশগ্রহণ করে। মহড়ায় অংশগ্রহণের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ গত ১১ এপ্রিল ইন্দোনেশিয়া গমন করেন। সফরকালে নৌবাহিনী প্রধান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও নৌপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এছাড়া তিনি বিভিন্ন দেশের নৌপ্রধান, পর্যবেক্ষক, সমর বিশারদ ও উর্র্ধতন সামরিক প্রতিনিধিদের অংশগ্রহণে ওয়েস্টার্ন প্যাসিফিক নেভাল সিম্পোজিয়াম এবং মেরিটাইম প্রদর্শনীতেও অংশ নেন। ইন্দোনেশিয়া থেকে দেশে ফেরার পথে বানৌজা ‘সমুদ্র অভিযান’ শুভেচ্ছা সফরে মালয়েশিয়ার কেলাং বন্দরে যাত্রাবিরতি করে। উল্লেখ্য, আন্তর্জাতিক এ মহড়া তিনটিতে অংশগ্রহণের উদ্দেশ্যে জাহাজটি গত ০৪ এপ্রিল ইন্দোনেশিয়ার উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করে।
×