ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবাসিক হোটেলে ছবিযুক্ত পরিচয়পত্র বাধ্যতামূলক

প্রকাশিত: ০৪:০৩, ২৯ এপ্রিল ২০১৬

আবাসিক হোটেলে ছবিযুক্ত পরিচয়পত্র বাধ্যতামূলক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর অভিজাত আবাসিক হোটেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী খুনের পর এবার সব আবাসিক হোটেলে অতিথিদের (বোর্ডার) ছবিযুক্ত পরিচয়পত্র ও সঠিক মোবাইল নম্বর বাধ্যতামূলক করেছে পুলিশ। অতিথিদের সঠিক পরিচয় যাচাইয়ের জন্য বুধবার থেকে এই নতুন নিয়ম চালু করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে নগরীর সব হোটলে এ নির্দেশনা পাঠিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, ‘নিরাপত্তার জন্য পুলিশ এ সিদ্ধান্ত নিয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রাজশাহীর হোটেল মালিকদের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। হোটেল রেজিস্টারে নাম-ঠিকানার পাশাপাশি যে মোবাইল ফোন নম্বর নেয়া হবে, সেটা ওই বোর্ডারের কি-না তাও যাচাই করে নিতে হবে হোটেল ম্যানেজারদের। তিনি জানান, কোন হোটেল মালিক যদি বোর্ডারের ছবিযুক্ত পরিচয়পত্র না রাখে এবং হোটেলে যদি অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে, তাহলে তার দায় নিতে হবে হোটেল মালিককে। মানব পাচারকারী গ্রেফতার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার উপকূলীয় অঞ্চল জালিয়াপালং দক্ষিণ সোনাইছড়ির শীর্ষ মানবপাচারকারী মোঃ ছৈয়দকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ইনানী পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে দক্ষিণ সোনাইছড়ি গ্রামের মৃত আমির হামজার পুত্র। ইনানী পুলিশের ইনচার্জ জানান, তার বিরুদ্ধে একাধিক মানবপাচার মামলা রয়েছে।
×