ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চলনবিলে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক

প্রকাশিত: ০৪:০২, ২৯ এপ্রিল ২০১৬

চলনবিলে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৮ এপ্রিল ॥ শস্যভা-ার খ্যাত চলনবিলে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। সম্প্রতি এক রাতেই উপজেলার হুলহুলিয়া মাঠ থেকে ১২টি পাঁচ কেভি ও ৩টি দশ কেভি ট্রান্সফরমার চুরি যাওয়ায় এলাকার কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে, পল্লী বিদ্যুত অফিসের কিছু অসাধু লাইনম্যান ট্রান্সফরমার চুরির ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার হুলহুলিয়া মাঠ হতে সম্প্রতি এক রাতে স্থানীয় কৃষক সোলেমান ফকির, শহিদুল ইসলাম, খোকা ম-ল, রফিকুল ইসলাম, বদিউজ্জামান, আরিফুল ইসলাম, জাহিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ইউসুফ ফকির, সাদেক আলী, সাইদুর রহমান, শমসের শহীদ, শহিদুল হক ম-লসহ ১৫ জন কৃষকের সেচ মোটরের ১৫টি ট্রান্সফরমার চুরি হয়ে যায়। বর্তমানে প্রতিটি ৫ কেভি ট্রান্সফরমার এর মূল্য ৩৬ হাজার এবং ১০ কেভি ট্রান্সফরমার এর মূল্য ৫৮ হাজার টাকা। কৃষকরা আরও জানান, বোরো ধান পাকার পূর্ব মুহূর্তে কৃষকরা জমিতে সেচ দিয়ে বৈদ্যুতিক মোটর বাড়িতে নিয়ে যান। এরপর মাঠে পড়ে থাকে শুধু ট্রান্সফরমার। সে সময় মাঠে কেউ পাহারা দেয় না। এই সুযোগ কাজে লাগিয়েই অনায়াসেই ট্রান্সফরমার চুরি করতে সক্ষম হয় চোর। ধর্ষণের দায়ে দুই জনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৮ এপ্রিল ॥ নেত্রকোনায় দু’টি ধর্ষণ মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। বিচারক ড. একেএম আবুল কাশেম বুধবার সন্ধ্যায় ওই দু’টি মামলার রায় ঘোষণা করেন। কেন্দুয়া উপজেলার মাইজহাটি গ্রামের জসিম উদ্দিনের ছেলে ফারুক (৩৩) ২০০৯ সালের ১০ জুন প্রতিবেশী এক যুবতীকে ধর্ষণ করে। অন্যদিকে একই আদালত এক আদিবাসী নারীকে ধর্ষণের দায়ে আমির হামজা (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন। ক্লিনিক সিল ॥ দুই লাখ টাকা জরিমানা নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৮ এপ্রিল ॥ অনুমোদন না নিয়ে পরিচালনার অভিযোগে কেরানীগঞ্জে ‘দ্বীন হাসপাতাল’ নামে একটি ক্লিনিক বুধবার রাতে বন্ধ করে দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি আসাদুজ্জামান জানান, বুধবার রাত ৮টার দিকে কদমতলী এলাকায় দ্বীন হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। অনুমোদন না নিয়ে ক্লিনিকটি চালু করা হয়।
×